এবার রাজনীতির ময়দানে রাজা-মধুবনী জুটি?
টলিপাড়ার জনপ্রিয় তারকাদম্পতি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামীকে ইদানীং প্রায়ই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে—কখনও মিছিলে, কখনও সরকারি অনুষ্ঠানে। সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে তোলা ছবি ও ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে নতুন জল্পনা। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, আসন্ন ২০২৬ সালের নির্বাচনে নাকি রাজনীতির ময়দানে দেখা যেতে পারে এই জনপ্রিয় জুটিকে। কিন্তু সত্যিই কি তেমন কিছু ঘটতে চলেছে?
রাজা এখন ব্যস্ত ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিংয়ে। সেখানে কমলিনীর ছোট ছেলের চরিত্রে তাঁর অভিনয় ইতিমধ্যেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। অপরদিকে, মধুবনী অনেক দিন ধরেই ছোটপর্দা থেকে দূরে। মাঝেমধ্যে বিশেষ পর্বে বা অতিথি চরিত্রে দেখা গেলেও আপাতত তিনি মন দিয়েছেন নিজের ব্যবসায়—একদিকে ব্যাগের ব্র্যান্ড, অন্যদিকে সালোঁ পরিচালনা। তাই অনেকেই ধরে নিয়েছিলেন, পর্দা ছেড়ে রাজনীতিতেই নেমে পড়ছেন অভিনেত্রী।
তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন রাজা নিজেই। তাঁর স্পষ্ট বক্তব্য, “আমরা শিল্পী, রাজনীতিক নই। প্রথম ধারাবাহিকের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত সৌজন্যমূলক। উনি যেমন শিল্পকে, তেমন শিল্পীকেও সম্মান করেন। তাই ওঁর সঙ্গে দেখা করা বা অনুষ্ঠানে থাকা শুধুমাত্র সৌহার্দ্যের জন্য, রাজনীতির কোনও উদ্দেশ্যে নয়।”
মধুবনীও একই সুরে জানিয়েছেন, আপাতত রাজনীতিতে আসার প্রশ্নই ওঠে না। নিজের ছেলে, সংসার এবং ব্যবসা নিয়েই ব্যস্ত তিনি। পর্দায় ফেরার ইচ্ছে থাকলেও সেটা হবে একান্তই অভিনয়ের টানে, রাজনীতির কারণে নয়।
আরও পড়ুনঃ “আমি কোনও তারকা নই…আমি তারকা হলে, উত্তম কুমার কে?” “আমার ছবি ২০০ লোক দেখতে আসবে, সেই আত্মবিশ্বাসও নেই”— অকপট বিশ্বনাথ বসু! অগণিত ভক্ত সংখ্যা হওয়া সত্ত্বেও, নিজেকে নিয়ে কখনও অহংকার করেন না অভিনেতা!
সব মিলিয়ে জল্পনা যতই হোক, আপাতত রাজা-মধুবনীর কাছে অভিনয় আর পারিবারিক জীবনই অগ্রাধিকার। দর্শকের ভালোবাসাই তাঁদের কাছে রাজনীতির চেয়ে অনেক বড় পুরস্কার—এমনটাই জানিয়েছেন জনপ্রিয় এই তারকাদম্পতি।






