‘জিতুকে মাসের পর মাস ধরে মান’সিক নি’র্যাতন করেছে, ঈশ্বর সব দেখছেন…দিন গোনা শুরু করুন!’ ‘একপেশে প্রোডাকশনের নায়িকার মুখে ঝাঁ’টা মা’রতেও ঘে’ন্না করে!’– ‘চিরদিনই তুমি যে আমার’ থেকে জিতুর বিদায়ে দিতিপ্রিয়াকে তুলোধোনা দর্শকদের! ডাক পড়ছে বয়কটের!

জি বাংলার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) দীর্ঘদিন ধরেই নানান বিতর্কের কেন্দ্রবিন্দুতে। দর্শকেরা গল্প আর্য-অপর্ণার প্রেম কাহিনিতে ডুবে থাকলেও, পর্দার বাইরে আর্য ওরফে অভিনেতা জিতু কমলের (Jeetu Kamal) অভিজ্ঞতা একেবারেই আলাদা। চলতি মাসের শুরুতেই অসুস্থতা কাটিয়ে তিনি নিয়মিত শুটিংয়ে ফিরছিলেন, আর সেই থেকেই তাঁকে নানান অসুবিধার মুখোমুখি হতে হয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ মহলের অভিযোগ। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে শেষমেশ অভিনেতা নিজেই সামাজিক মাধ্যমে জানান, তাঁর সহ্যসীমা শেষ হয়ে এসেছে।

এই পুরো পরিস্থিতির কেন্দ্রে উঠে আসছে জিতু এবং দিতিপ্রিয়া রায়কে ( Ditipriya Roy) ঘিরে চলতে থাকা দীর্ঘদিনের বিতর্ক আর জল্পনা। মাস দুয়েক আগে সমাজ মাধ্যমে দিতিপ্রিয়া অভিযোগ করেন, জিতু তাকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, সেটেও নাকি সবাই জানে। পরে জিতু প্রমাণ সহ নিজের অবস্থান স্পষ্ট করতেই, ক্ষমা চেয়ে নেন দিতিপ্রিয়া। যদিও পরে দু’জনেই কাজ ফিরেছিলেন, তবে এখন নতুন করে অভিযোগ উঠছে– দিতিপ্রিয়া নাকি তাঁর সঙ্গে একই ফ্রেমে দাঁড়াতে রাজি নন। প্রোডাকশনকে জানানোর পরও কোনও লাভ হয়নি।

উল্টে তারা জানান, আলাদা শট নিয়ে নেওয়া হবে এবার থেকে। সবচেয়ে বড় সাড়া ফেলেছে এই মুহূর্তে জিতুর সাম্প্রতিক দীর্ঘ লিখিত পোস্ট। সেখানে নাম না নিয়ে ইঙ্গিত দেন, তিনি নিজেকে বহুদিন ধরে অপমানিত বোধ করছেন। অভিযোগ শুনতে হয়েছে প্রোডাকশনের মাধ্যমেই আর পরবর্তীতে তাঁকে ধারাবাহিক ছাড়ার ইঙ্গিতও নাকি দেওয়া হয়। তাঁর কথায়, নিজের সম্মান নিয়ে আর কোনও আপস করতে চান না। তাই অনেকের মতে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাঁর সিদ্ধান্ত কার্যত পরিষ্কার।

এই ঘটনার জেরে দর্শকের একটা বড় অংশ দিতিপ্রিয়ার উপর ক্ষোভ উগরে দিচ্ছেন। কেউ কেউ এমনও লিখছেন যে একজন সহ-অভিনেতার প্রতি এতদিন ধরে চাপ সৃষ্টি করা একেবারেই উচিত হয়নি। কেউ কেউ আবার আরও কঠোর ভাষায় মন্তব্য করেছেন, একজন জনপ্রিয় অভিনেতাকে নাকি ইচ্ছাকৃতভাবে প্রান্তে ঠেলে দেওয়া হয়েছে আর এতে প্রোডাকশনও সমানভাবে দায়ী। কেউ লিখছেন, “তোর মতন নায়িকার মুখে ঝাঁ’টা মা’রতেও ঘেন্না করে। একটা মানুষকে কয়েকটা মাস ধরে যে মানসিক নির্যাতন করে আসছিল, তার কেরিয়ারটাও ধ্বংসের রচনা করেছিল এই অসভ্য বে’য়াদপ অহং’কারী হিং’সুটে নায়িকা!”

আরও পড়ুনঃ অস্ত্রোপচার হয়েও শেষরক্ষা হলনা! প্র’য়াত মঞ্চ ও পর্দার প্রিয় মুখ, অভিনেত্রী-পরিচালক ভদ্রা বসু! স্তব্ধ টলিউড

“একপাশী বেয়াদপ ধারাবাহিক কর্তৃপক্ষ। এরা একত্রিত হয়ে জীতুদাকে ষড়যন্ত্র করে বের হয়ে যেতে বাধ্য করল। জীতুদাকে দেখে অবাক যে, তিনি কোর্ট আদালত করেন নি। যা উনার অবশ্যই করা উচিত ছিল।” জিতুকে ঘিরে ঘটে যাওয়া ঘটনায় দর্শকদের আবেগ কতটা প্রবল হয়ে উঠেছে যে একদল দর্শক ক্ষোভ প্রকাশ করতে গিয়ে ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেছেন। তাঁদের মধ্যে কেউ লিখছেন, “ঈশ্বর কিন্তু সব দেখছেন… দেখিস তোদের যেন কোনদিনও থালা-গ্লাস হাতে পথে বসতে না হয়।” এসবের মধ্যেও দিতিপ্রিয়া নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর দাবি, শুটিং আগের মতোই চলছে আর বাকি সবই গুজব!