টলিউডে নতুন তারকা মোহনা মাদনানি! জিৎ-এর স্ত্রী এবার বড় পর্দার নায়িকা! দীর্ঘদিনের সুখী দাম্পত্যের পর, এবার একসঙ্গে পর্দায় কাঁপাতে আসছেন দু’জনে! কোন ছবিতে?

টলিউডের সঙ্গে তার সংযোগ অনেক দিনের, তবুও ঝলমলে আলোর থেকে বরাবরই তিনি ছিলেন দূরের মানুষ। সকলের কৌতূহল ছিল, এত বছর কেন কখনও প্রতিভার পরিচয় দিতে ক্যামেরার সামনে আসেননি জিৎ (Jeet) ঘরনী মোহনা মাদনানি (Mohana Madnani) ! তবে, এবার তিনি অবশেষে বিনোদন জগতে পা রাখতে চলেছেন। স্বভাবতই জল্পনা বেড়েছে, তবে কি বড় পর্দায় নতুন এক অভিনেত্রীকে দেখতে চলেছে দর্শক? এতদিন যিনি সংসার, সন্তান আর ব্যক্তিজীবন সামলে জিতের ছায়া হয়ে থেকেছেন, তাঁকে ঘিরে এমন প্রত্যাবর্তনের গুঞ্জন তো উঠবেই।

কিন্তু রহস্যের পর্দা সরতেই দেখা গেল অন্য এক ছবি। অভিনয় নয়, বরং নিজের কণ্ঠ নিয়েই সামনে এলেন সুপারস্টার পত্নী মোহনা মাদনানি। প্রসঙ্গত, এক সময়ে স্কুলশিক্ষিকা ছিলেন। এরপর অভিনেতার সঙ্গে বিয়ে, বহু বছর আলোর বাইরে থেকে সংসার। এবার জনসমক্ষে হাজির হলেন একেবারে অন্য পরিচয়ে– ‘গায়িকা’ হিসেবে। ‘ওম জয় জগদীশ হরে’ ভক্তিগীতি গেয়ে তিনি আত্মপ্রকাশ করলেন। এটি তাঁর ক্ষেত্রে নিঃসন্দেহে এক নতুন অধ্যায়ের সূচনা। তবে, এতবছর পর অভিনয় না করে গান কেন?

এই বিষয়ে মোহনা পরিষ্কার জানিয়েছেন, এই পদক্ষেপ কোনও পরিকল্পিত সিদ্ধান্ত নয়। সঙ্গীত তাঁর ভালোলাগা, ছোটবেলা থেকে এই ভজনটি তাঁর প্রার্থনার অংশ। তাই এইটা তাঁর কাছে ছিল যেন অন্তরের টান, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা সুযোগ। তাঁর কথায়, “গান জিনিষটা আমার হৃদয়ের খুব কাছের, আমি ভাগ্যবান যে আমার প্রথম গানই ভগবানের আরতি।” নিজের অনুভবের কথা বলতে গিয়ে আরও জানান, “আশা করি শ্রোতারাও সেটা অভিনব করবে, যেটা আমি রেকর্ডিংয়ের সময় করেছিলাম।”

গানের ভিডিওতে যদিও তাঁকে দেখা যায়নি, কারণ ক্যামেরার সামনে আসায় এখনও তেমন আগ্রহ নেই তাঁর! কিন্তু অডিও প্রকাশ পাওয়ার পর থেকেই প্রশংসা থামছে না। জিৎ ভক্তরা অত্যন্ত উচ্ছ্বসিত। কেউ লিখেছেন, “তোমার স্ত্রী এত ভালো গান করেন জানা ছিল না!” শান্ত, সুরেলা কণ্ঠ আর সংযত অভিব্যক্তির জন্য সর্বত্র প্রশংসা কুড়োচ্ছেন তিনি। নির্মাতারাও আশা করছেন, সকল বয়সের শ্রোতাই এই গায়কীর সরলতা আর পবিত্রতা অনুভব করতে পারবেন।

আরও পড়ুনঃ ‘ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানিয়ে আমরা প্রতারণা করে ফেলেছি! আমাদের গোটা টিম প্রতারক!’ এবার ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের’ পরিচালককে হুমকি, কোথায় দাঁড়িয়ে বাংলা সিনেমা?

উল্লেখ্য, পরিবারের অন্য সদস্যদের প্রতিভার কথাও উঠে এসেছে এই প্রসঙ্গে। জিৎ এবং মোহনার মেয়ে নবন্যা আগেই ছোটদের গান গেয়ে প্রশংসা পেয়েছে। বছর খানেক আগেই ‘ক্রিসমাস ইভ’ গান গেয়েছিল সে। আর এতদিন পর যেন বোঝা গেল, সেই সঙ্গীতবোধের উৎস আসলে মায়ের মধ্যেই ছিল! ভবিষ্যতে জিতের ছবিতে কি গান করবেন কি মেয়ে নবন্যা বা স্ত্রী মোহনা? সে জবাব সময়ই দেবে, তবে আপাতত তাঁর এই প্রথম পদক্ষেপেই খুশি ও বিস্মিত দু’পক্ষই!