খল চরিত্র ছেড়ে এবার ভালো ছেলে হল বুবলাই! ‘চিরসখা’-য় স্বতন্ত্র–কমলিনীর সুখের সংসার মেনে নিল বড় ছেলে? নাকি এটাও নতুন কোন‌ও ষ’ড়যন্ত্র?

‘চিরসখা’-র চলতি পর্ব যেন দর্শকের জন্য এক স্বস্তির নিঃশ্বাস। বহু ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে স্বতন্ত্র ও কমলিনীর জীবনে শুরু হয়েছে নতুন অধ্যায়। স্বামীর মৃত্যুর পরে কমলিনী, তার তিন সন্তান এবং শাশুড়ির পাশে নির্ভরযোগ্য দেয়ালের মতো দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র। সেখান থেকেই শুরু হয়েছিল তাঁদের অদ্ভুত কিন্তু নিবিড় বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে আরও বহু পরত উন্মোচন করেছে দর্শকদের সামনে। এই বন্ধুত্বই একসময় রূপ নেয় সম্পর্কের গভীরে, আর সেই জায়গাতেই শুরু হয় গল্পের নতুন পথচলা।

কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারছিল না কমলিনীর বড় ছেলে বুবলাই। মায়ের জীবনে ‘নতুন কাকু’র উপস্থিতি তার কাছে অসম্ভব মেনে নেওয়ার বিষয়। সেই রাগ-অসহায়তা থেকেই ফুলশয্যার দিন অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বসেছিল সে। এই ঘটনা দর্শকদের মনে বড় প্রশ্ন তৈরি করেছিল—এভাবে আর কত দিন? আদৌ কি মায়ের নতুন জীবনকে মেনে নেবে বুবলাই?

এই প্রশ্নের উত্তরে মুখ খুললেন পর্দার বুবলাই, অভিনেতা ভিভান ঘোষ। তিনি জানালেন, “এই প্রশ্নই সবাই আমাকে করছে! অসুস্থতার পরে বুবলাই কি একটু নরম হবে? পুরোটা এখনই বলব না, তবে তার মনে বদল অবশ্যই আসবে।” চরিত্রের প্রতি নিজের ভালোবাসার কথাও শোনালেন ভিভান—“লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প লেখার ধরনই এমন যে, বাস্তব জীবনের অনেক মিল পাই। তাই এই চরিত্রে অভিনয় করে আলাদা আনন্দ হয়।”

এর মধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো। যেখানে দেখা যাচ্ছে, নেতিবাচক পথে হাঁটছে বুবলাইয়ের স্ত্রী বর্ষা। কিন্তু বুবলাইয়ের মুখে ধরা পড়েছে অন্য আলোর আভাস—সম্ভবত ধীরে ধীরে গলে যাচ্ছে তার মন। সেই পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট, বাকিটা জানা যাবে পর্ব এগোলে।

আরও পড়ুনঃ “লাঙ্গল দিয়ে চাষ করতে বলদের দরকার, ওরা তো ছাগল…২০১১ দিয়ে টলিউডে কটা ছবি চলেছে?” “অন্যায়ের সঙ্গে সবাই মানিয়ে নিলেও, আমি শিরদাঁড়া বিক্রি করব না!” কাজের বাজারে বঞ্চনার ক্ষোভ, বি’স্ফো’রক অভিযোগে মুখ খুললেন অভিনেতা প্রদীপ ধর!

দর্শকের অপেক্ষা এখন একটাই—স্বতন্ত্র–কমলিনীর নতুন সংসার কি এবার সত্যিই পূর্ণতা পাবে? সময়ই বলবে।