দেখতে দেখতে হয়ে গেল ২০০০ কোটির সম্পত্তি, ‘অর্থের জন্য নয় ভালোবেসে কাজ করি, আগ্রহ কমলে ছেড়ে দেব’, বললেন অক্ষয় কুমার

খিলাড়ি অক্ষয় কুমার বলিউডে যে কতটা জনপ্রিয় তার আলাদা করে বলার দরকার নেই। ইন্ডাস্ট্রিতে প্রায় তিন দশক পেরিয়ে গিয়েছে তবুও অদম্য উৎসাহ কাজ চালিয়ে যাচ্ছেন অক্ষয়।

বলিউডের তিন খান একটি ছবি করতে যে সময় নেন সেই সময়ে অন্তত ডজন খানেক ছবি করে ফেলেন অক্ষয়, ইন্ডাস্ট্রিতে কথা প্রচলিত রয়েছে।

কাজ করতে ভালোবাসেন অক্ষয়। তাঁর কথায় রোজ সকালে কাজে যেতে ভালো লাগে। রবিবার ছুটি নেন না। একটানা কাজ করলে হাতে অনেক কাজ থাকে। মহামারীর সময় পুলিশ সংবাদমাধ্যমের কর্মীরা কাজ করে গিয়েছেন কারণ অর্থ উপার্জন করতেই হবে।

বিপুল কাজের মধ্যে দিয়ে দেশের অন্যতম ধনী তারকাদের তালিকায় নাম লিখে দিয়েছেন অক্ষয় নিজের।

শুধু কি অর্থের জন্য কাজ করেন? উত্তরে বলেছেন তাঁর কাছে সব আছে। কিন্তু যারা কাজ করে উপার্জন করতে চান তাঁদের কী হবে? তিনি অর্থের জন্য কাজ করেন না ভালোবাসেন বলে কাজ করেন। যে দিন আগ্রহ থাকবে না কাজ ছেড়ে দেবেন।

You cannot copy content of this page