স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’র দৌলতে পরিচয়ের পর থেকেই ‘সাহেব ভট্টাচার্য’ (Saheb Bhattacharya) এবং ‘সুস্মিতা দে’কে (Susmita Dey) নিয়ে টেলিপাড়ায় ওঠা নানান গুঞ্জন আজও থামেনি। যদিও দু’জনেই সবসময় বন্ধুত্বের দোহাই দিয়ে নীরব থেকেছেন, কিন্তু তাঁদের একসঙ্গে সময় কাটানোর নানা মুহূর্ত সহকর্মীরা যেমন দেখেছেন, তেমনি দর্শকরাও সামাজিক মাধ্যমে অনুভব করেছেন তাঁদের উষ্ণতা। তাই যেই হোক না কেন, তাঁদের নিয়ে নতুন গুঞ্জন উঠলেই তা আলোচনার কেন্দ্রে চলে আসে।
সম্প্রতি সেই আলোচনাই আবার নতুন মাত্রা পেয়েছে একটি সাক্ষাৎকারে সাহেবের কিছু ইঙ্গিতে। সেখানে তিনি বলেছিলেন যে, সুস্মিতার অসুবিধা হলে নাকি তারও অসুবিধা হয়। শেষে কিছুটা অবাক করে দিয়ে বলেছিলেন, ‘সমজদার কো ইশারা কাফি হ্যায়!’ এরপরেই আজ, অভিনেতার জন্মদিনে সুস্মিতা নিজের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ভাগ করেন। যেখানে তাঁকে দেখা গেছে সাহেবের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকতে, বা বলা ভালো বাহুলগ্না। দু’জনের পরনে লাল রঙের শাড়ি এবং কালো জামা।
স্বাভাবিক মধুর হাসি আর দু’জনের চোখের ভাষা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এ কি তাহলে তাঁদের সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করার ইঙ্গিত? যদিও এই ব্যাখ্যা তাঁদের কেউই দেননি। তবে, জন্মদিনের শুভেচ্ছা বার্তায় সুস্মিতার লেখা কথাগুলো বিশেষ নজর কেড়েছে। তিনি লিখেছেন, “শুভ জন্মদিন ভট্টচার্য কিং, শ্রী রাধারানির আশীর্বাদ যেন তোমার ওপর বজায় থাকে। খুব আনন্দে থাকো আর ভালবাসায় থাকো। প্রত্যেকটা মানুষে জীবনে সাহেব ভট্টাচার্য থাকা উচিত।” তাঁরই সঙ্গে হৃদয় ইমোজি অবশ্যই নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়েছে।
অনেকে মনে করছেন, এতদিনের গুঞ্জন যেন আরও দৃঢ় হল এই পোস্টের মাধ্যমে। যদিও আনুষ্ঠানিকভাবে তাঁরা এখনো কিছু ঘোষণা করেননি। অন্যদিকে, সাহেবের ব্যক্তিগত জীবনের আগের অধ্যায়ের কথাও কারোর অজানা নয়। মডেল সোনিকা চৌহানের অকাল মৃ’ত্যুর পর দীর্ঘদিন তাঁর প্রেম নিয়ে তেমন আলোচনা হয়নি। আবার সুস্মিতার দিক থেকেও পুরোনো সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘কথা’ ধারাবাহিকে কাজ করতে করতেই তাঁর নাম সাহেবের সঙ্গে জড়িয়ে পড়তে শুরু করে।
আরও পড়ুনঃ শ্বেতাকে অন্য কোনও পুরুষের সঙ্গে ঘনি’ষ্ট হতে দেখলেই গোঁসা হয় রুবেলের! স্ত্রীর ঘনি’ষ্ঠ দৃশ্য নিয়ে আপত্তি হয়েছে স্বামীর? মুখ খুললেন অভিনেতা
টেলিপাড়ায় গুঞ্জন থাকলেও, তাঁরা দু’জনেই দূরত্ব বজায় রেখেছেন। সব মিলিয়ে, সাহেব-সুস্মিতা জুটিকে পর্দায় যেমন পছন্দ করেন দর্শক, তেমনি বাস্তবেও তাঁদের নিয়ে কৌতূহল ফুরোতেই চায় না। সম্পর্কের গুঞ্জন সত্যি হোক বা শুধুই বন্ধুত্ব, দু’জনের নিজেদের অবস্থান পরিষ্কার না করা পর্যন্ত আলোচনা তো চলবেই। তবে বর্তমানে একসঙ্গে কাজ না করলেও, পর্দার বাইরে উচ্ছ্বাস আর পারস্পরিক সৌহার্দ্যই সবচেয়ে বেশি চোখে পড়ে। আর সেটাই হয়তো তাঁদের জনপ্রিয়তার অন্যতম কারণ।






