জিতুর সঙ্গে শুটিংয়ে ‘না’ দিতিপ্রিয়ার! অভিনেতা-অভিনেত্রীর দ্বন্দ্ব তুঙ্গে, আর্টিস্ট ফোরামের দ্বারস্থ নায়িকা

টলিপাড়ায় আবার অশান্ত হাওয়া। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের দু’জন মুখ্য অভিনেতা জিতু কামাল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে চলা বিবাদ এবার আরও বড় আকার নিয়েছে। শুধু নেপথ্যে মনোমালিন্য নয়, এবার প্রকাশ্যে এসেছে অভিযোগ। দিতিপ্রিয়া শুটিংয়ে জিতুর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে, আর এই ঘটনা নিয়ে উত্তাল পুরো ইন্ডাস্ট্রি।

সূত্রের খবর, দিতিপ্রিয়া সম্প্রতি মহিলা কমিশনের সঙ্গে যোগাযোগ করেন এবং জানতে চান কীভাবে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেওয়া যায়। তবে তিনি এখনো চিঠি জমা দেননি। লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিতিপ্রিয়া তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং পরামর্শ নিয়েছেন। এদিকে আর্টিস্ট ফোরামও জানিয়েছে, শনিবার সকালে দিতিপ্রিয়ার পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ তাঁদের কাছে পৌঁছেছে এবং বিষয়টি এখন পর্যালোচনায় রয়েছে।

অন্যদিকে সম্প্রতি বিরতির পর ধারাবাহিকে ফিরেছেন জিতু কামাল। নেপথ্যে নানা জল্পনা-কল্পনা চলছিল—এই চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে কিনা। কিন্তু দর্শকের ভালোবাসা এবং চ্যানেলের সিদ্ধান্তে আবারও সেটে ফিরেছেন তিনি। কিন্তু শুটিং শুরু হতেই ফের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি টেলিপাড়ার একটি অংশের।

এখন বড় প্রশ্ন, এই দ্বন্দ্বের ভবিষ্যৎ কী? টিআরপিতে ভালো ফল করলেও নায়ক-নায়িকার ব্যক্তিগত সংঘাত কি ধারাবাহিকের গতি থামিয়ে দেবে? দর্শকের অপেক্ষা এখনো অব্যাহত – কী সিদ্ধান্ত নেবে চ্যানেল, শিল্পী সংগঠন এবং সবচেয়ে বড় কথা, দিতিপ্রিয়া কি সত্যিই সরে দাঁড়াবেন?

আরও পড়ুনঃ ‘স্ত্রী পাশে ঘুমোচ্ছে, প্রেমিকাকে লাইন দিতে দিতেই জন্ম আমার আধুনিক গান ‘এ তুমি কেমন তুমি” ‘সুর করে গান শোনাচ্ছি প্রেমিকাকে, সৃজিত বলে আমায় দাও’ ভাইরাল সাক্ষাৎকারে কবীর সুমনের বি’স্ফো’রক দাবি!

টেলিভিশন প্রেমীদের নজর এখন একটাই বিষয়ের দিকে – এই রেষারেষি কি শেষমেশ সিরিয়ালকে বিপদে ফেলবে, নাকি ফের মিলবে সমাধান?