কেন্দ্রীয় শাসকদলের তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে বিতর্ক যেন থামছেই না। প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। ফলে এই ব্যক্তিগত বিষয় এখন শুধু বিনোদন জগতেই নয়, রাজনৈতিক মহলেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
এই বিয়েকে ঘিরে আরও চর্চা বেড়েছে দুই স্ত্রীর ভার্চুয়াল বাকবিতণ্ডায়। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের অভিযোগ এবং দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির পাল্টা বক্তব্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। বিয়ের শুরুতেই শুভেচ্ছার বদলে বিতর্কই যেন ঘিরে ধরেছে হিরণ ও ঋতিকার দাম্পত্য জীবন।
রবিবার সোশ্যাল মিডিয়ায় ঋতিকা একটি পোস্ট শেয়ার করেন, যেখানে তিনি গীতার শ্লোকের ভাবনা তুলে ধরে মন শুদ্ধ রাখার বার্তা দেন। তাঁর কথায় উঠে আসে সততার সঙ্গে কাজ করা, অহংকার ত্যাগ করা এবং ফলের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়ার কথা। এই পোস্টের পর থেকেই নেটভুবনে প্রশ্ন উঠেছে, এই বার্তা কি হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার দিকেই ইঙ্গিত করে দেওয়া।
এদিকে পুলিশ সূত্রে খবর, হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মোট তিনটি ধারায় মামলা রুজু হয়েছে। বধূ নির্যাতন, এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে এবং অপরাধমূলক কাজে সহযোগিতার মতো ধারাও যুক্ত রয়েছে। পাশাপাশি বিয়ের ছবি ও অন্যান্য প্রমাণ পুলিশকে জমা দিয়েছেন প্রথম স্ত্রী অনিন্দিতা।
আরও পড়ুনঃ “ছাতা লাঠি বো’ম ভারাক” এক মুহূর্তে স্তব্ধ ঘর, তারপর যা হয়েছিল তা আজও ভুলতে পারেন না মীর! আব্বার ভবিষ্যদ্বাণী আর একটা ছড়াই বদলে দিয়েছিল জীবন! জানেন, কীভাবে হয়ে উঠলেন তিনি সকলের প্রিয় মীর আফসার আলি?
আইনি জটিলতা বাড়লেও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি হিরণ চট্টোপাধ্যায়। অন্যদিকে ঋতিকার গীতার শ্লোক ঘিরে করা পোস্ট নতুন করে বিতর্কে ইন্ধন জুগিয়েছে। সব মিলিয়ে এই বিয়ে এখন শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং জনচর্চার বড় ইস্যু হয়ে উঠেছে।






