চলতে চলতে দুম করে বন্ধ! ‘অনুরাগের ছোঁয়া’-র নায়ক হতে না হতেই ধারাবাহিক বন্ধের খবরে বেজায় চটেছেন অভিনেতা রাহুল মজুমদার

শুটিং ফ্লোরে পৌঁছে আচমকাই ধাক্কা খেলেন রাহুল মজুমদার। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হয়ে যাচ্ছে। আর এই খবরই সবচেয়ে প্রথম শোনেন সেটে পৌঁছে। দীর্ঘ দিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত রাহুলের কাছে এমন প্রক্রিয়া ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং হতাশাজনক।

অভিনেতার দাবি, তাঁকে আগেই জানানো হয়েছিল ধারাবাহিকটি আরও অনেকদিন চলবে। সেই বিশ্বাসেই তিনি আরও কিছু ভালো কাজ ছেড়ে দিয়েছিলেন। তাই এভাবে হঠাৎ শুট করতে গিয়ে শুনতে হল শেষ দিনের ঘোষণা, তা মেনে নেওয়া তাঁর কাছে কঠিন। রাহুল বলেন, “১০ বছর অভিনয়জীবনে কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হইনি। সকাল ১০টার সময় আমাদের জানানো হল শো বন্ধ হচ্ছে। এটা সত্যিই হতাশার।”

রাহুল এবং স্বস্তিকা ঘোষের অনস্ক্রিন জুটি অল্প সময়েই দর্শকের মন জয় করেছিল। ধারাবাহিকের রেটিংও কমেনি, বরং ধারাবাহিকের জনপ্রিয়তা এবং টেলিভিশন সম্মান অনুষ্ঠানে তাঁদের পুরস্কার পাওয়া প্রমাণ করে দিয়েছিল শো এখনও দর্শকের প্রিয়। তা সত্ত্বেও কেন বন্ধ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’? এখনো মিলছে না স্পষ্ট উত্তর।

আরও পড়ুনঃ উনিশ লক্ষ বকেয়া টাকা আটকে রাখা থেকে সমাজ মাধ্যমে ‘অপমানের ভাষা’, রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে একাধিক বি’স্ফো’রক অভিযোগ! যৌথ প্রযোজনার জট, অর্থ ফেরত না পাওয়ায় ফেডারেশনের কড়া হুশিয়ারি অভিনেতাকে! ভবিষ্যতে হতে পারে বয়কট?

এই আকস্মিক পরিস্থিতির পর রাহুল জানিয়েছেন, ভবিষ্যতে তিনি কাজ নির্বাচনে আরও সতর্ক থাকবেন। আপাতত নতুন কাজের কথাবার্তা চলছে। আগের ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’-এর কথা মনে করিয়ে রাহুল বলেন, সেখানে ৬০০ পর্বের পরই তিনি বুঝেছিলেন ধারাবাহিক বন্ধের পালা আসছে। তাই আগেভাগেই তিনি বেরিয়ে আসেন। কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’-র ক্ষেত্রে এমন কোনও সংকেত ছিল না।

জানা যাচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’-র জায়গায় আসতে চলেছে স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিক ‘মিলন হবে কতদিনে’। তবে দর্শকের মনে প্রশ্ন একই রকম — এত জনপ্রিয় ধারাবাহিকের আকস্মিক পরিণতি কেন?

You cannot copy content of this page