বেশ কিছুদিন ধরেই অভিনেত্রী তথা নৃত্যশিল্পী ‘মমতা শঙ্কর’কে (Mamata Shankar) ঘিরে দফায় দফায় আলোচনার ঝড় উঠেছে সমাজ মাধ্যমে। বাংলা সংস্কৃতির অন্যতম জনপ্রিয় মুখ হলেও, তাঁকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় প্রায়ই। কয়েক মাস আগে সমাজের চলতি প্রবণতা নিয়ে তাঁর খোলামেলা মন্তব্যই এই আলোচনার সূচনা। তবে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নতুন ছবি, পেশার অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, সবটাই অকপটে তুলে ধরেন তিনি। বলতেই হয়, তর্ক-বিতর্কের সম্ভাবনা জেনেও নিজের মতামত গোপন করার মানুষ নন তিনি!
এদিকে বড় পর্দায় ফের একবার দেখা মিলতে চলেছে তাঁর। সপ্তাশ্ব বসুর পরবর্তী ছবি ‘দেরি হয়ে গেছে’তে অভিনয় করছেন এমন এক নারীর ভূমিকায়, যাঁর জীবনে বহুদিনের পুরনো সম্পর্ক হঠাৎ ফিরে আসে। এই চরিত্রের অস্বস্তি থেকে স্মৃতি আর পরিণতি, সব মিলিয়ে গল্পে রয়েছে অন্যরকম আবহ। ছবিতে তাঁর সঙ্গে আছেন অঞ্জন দত্ত, দীর্ঘদিন পর যাঁদের অনস্ক্রিন রসায়ন আবারও ফিরছে দর্শকের সামনে। ২৮ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিতে অসমাপ্ত প্রেমের যাত্রা পরিচালক তুলে ধরেছেন কিছু অপ্রত্যাশিত মোড়ের মাধ্যমে।
তবে শুধু পর্দার ছবির গল্প নয়, বাস্তবের সম্পর্ক নিয়ে মমতা শঙ্করের নিজের মতামতও স্পষ্ট ভাবে সামনে এসেছে। তাঁর যুক্তি, আজকের সময়ে সম্পর্ক যেন অনেকটাই দ্রুত খরচ হয়ে যাওয়া জিনিসে পরিণত হয়েছে। সহিষ্ণুতার জায়গা সঙ্কুচিত হওয়ায় মানুষ ভাঙনের পর দুঃখ না করে প্রকাশ্যে অপমান বা অভিযোগ তুলতে পিছপা হচ্ছে না। এই পরিবর্তনকেই তিনি সমাজের অস্থিরতার লক্ষণ হিসেবে দেখছেন। তাঁর কথায়, মত প্রকাশ করলে সমালোচনা বা ট্রোলিং অনিবার্য, কিন্তু তাই বলে চিন্তা লুকিয়ে রাখা তাঁর স্বভাব নয়।
মমতা শঙ্করের মতে, কাছাকাছি আসা বা মিলনের অনুভূতি একসময় সম্পর্কে নতুন মাত্রা আনত। কিন্তু এখন অনেক কিছুই আগেভাগে ঘটে যাওয়ায় বিয়ের পর সম্পর্ককে আর নতুন ভাবে আবিষ্কার করার মতো কিছু থাকছে না। তাঁর ভাষায়, “এখন সবকিছু আগেই থেকেই হয়ে যায়, তাই বিয়ের পরের জন্য আর কিছু বাকি থাকে না। বিয়ের পরে দুটো আত্মার যে মিল হয় আর দুটো শরীর যেভাবে কাছাকাছি আসে, সেটা অনুভব করাটাই একটা আলাদাই অনুভূতি!” শারীরিক ঘনিষ্ঠতা নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা আবেগটাই তিনি হারিয়ে যেতে দেখছেন।
আরও পড়ুনঃ মেয়ের হবু স্বামী পলাশের কু’কীর্তি ফাঁস হতেই, রক্তচাপ বেড়ে অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা! বিয়ে থেকে সম্পর্ক ভাঙনের খবরে শোরগোল শুরু হতেই, স্পষ্ট সিদ্ধান্ত জানালেন স্মৃতি মান্ধানা! ঠিক কী ঘটেছে?
তাঁর দৃষ্টিতে, রোম্যান্স মানে শুধু মুহূর্ত নয় উল্টে সময় নিয়ে গড়ে ওঠা বোঝাপড়া। আজ সেটার অভাবেই সম্পর্কগুলো এত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। মমতা শঙ্করের কথায়, “কাগজের মতো দলা পাকিয়ে ফেলে দিচ্ছে সবাই সম্পর্কটাকে!” তবু তিনি সম্পর্কের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ছড়াতে চান না। বরং মনে করেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষাই ভবিষ্যতের সম্পর্ককে সুস্থ রাখতে পারে। আর সেই কারণেই তিনি আজও বিশ্বাস করেন, ব্যক্তিগত অভিজ্ঞতা যত কঠিনই হোক সেটা মানুষকে ভাঙার চেয়ে তৈরি করে।






