নিমেষে ওলটপালট হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটার স্মৃতি মন্ধানার ব্যক্তিগত জীবন। বিয়ের ঠিক আগে যে সবকিছু গুছিয়ে যাচ্ছে বলে মনে হয়েছিল, হঠাৎই সেই সমীকরণ বদলে গেল। পলাশ মুচ্ছলের বোন পলক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন—বিয়ে আপাতত স্থগিত। আর সেই সিদ্ধান্ত সামনে আসার পর থেকেই পলাশকে ঘিরে একের পর এক অভিযোগ উঠে আসছে।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্মৃতি ও পলাশের সঙ্গীত অনুষ্ঠানের নাচের কোরিয়োগ্রাফি করছিলেন মেরি ডি’কোস্টা। সেই রিহার্সাল চলাকালীন নাকি পলাশ মেরির প্রতি অস্বাভাবিকভাবে ঘনিষ্ঠ হয়ে পড়েন। অভিযোগ আরও গুরুতর—বিয়ের চার দিন আগে নাকি তিনি মেরিকে চুমুও খেয়েছিলেন! রিহার্সালের সময় উপস্থিত অনেকে নাকি তাঁদের এই ঘনিষ্ঠতা নিজের চোখে দেখেছেন বলেও দাবি করেছেন।
এই ঘটনার জেরে বিয়ের আগের দিন রাতে স্মৃতির বাবার সঙ্গে পলাশের তুমুল তর্কাতর্কি হয় বলে জানা যায়। প্রশ্ন উঠছে—সেই চাপ থেকেই কি অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা? আরও অভিযোগ, বিয়ের দিন নাকি পলাশ হঠাৎ করে “গায়েব” হয়ে যান। তবে স্মৃতি বা তাঁর পরিবার এখনো পর্যন্ত কোনও মন্তব্য করেননি, তাই বিষয়টি সম্পূর্ণভাবে একতরফা অভিযোগ হিসেবেই রয়েছে।
এর মাঝেই পলাশের পরিবারের বক্তব্যও চর্চার কেন্দ্রে। পলাশের মা দাবি করেছেন, স্মৃতির বাবার অসুস্থতার খবর শুনে পলাশই প্রথম বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন। কিন্তু বিপরীতে আরও দাবি, শুধু মেরি নন—পলাশের সঙ্গে আরও কিছু নারীর ‘ঘনিষ্ঠ চ্যাট’ নাকি সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আরও পড়ুনঃ ‘শিরদাঁড়াটা বিক্রি করতে পারিনি’, কেন রাপ্পা রায়ের প্রচার থেকে সরে দাঁড়ালেন অলিভিয়া? প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বি’স্ফো’রক দাবি অভিনেত্রীর
সব মিলিয়ে, স্মৃতি–পলাশের বহু প্রতীক্ষিত এই বিয়ে এখন বড়সড় অনিশ্চয়তার মুখে। ক্রিকেটার ও সুরকারের প্রেমকাহিনি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন লক্ষ লক্ষ ভক্তদের কৌতূহলের কেন্দ্র।






