‘শিরদাঁড়াটা বিক্রি করতে পারিনি’, কেন রাপ্পা রায়ের প্রচার থেকে সরে দাঁড়ালেন অলিভিয়া? প্রযোজনা সংস্থার বিরুদ্ধে বি’স্ফো’রক দাবি অভিনেত্রীর

বিখ্যাত চরিত্র ‘রাপ্পা রায়’ এবার বড়পর্দায় ফিরছে। সুযোগ বন্দ্যোপাধ্যায় সৃষ্টি এই চরিত্রকে নিয়ে ধীমান বর্মন বানিয়েছেন রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম। ছবিতে অভিনয় করেছেন অর্পণ ঘোষাল ও অলিভিয়া সরকার। ছবির প্রচার জোর কদমে চলছে, কিন্তু আশ্চর্যের বিষয়— কোথাও দেখা যাচ্ছে না নায়িকাকে। কেন প্রচার থেকে দূরে থাকছেন তিনি, তা নিয়েই উঠছে নানা প্রশ্ন।

গত বছর শুরু হয়েছিল ছবির শুটিং। তখন থেকেই প্রযোজনা সংস্থার নানা সমস্যা নিয়ে ফিসফিস ছিল। এবার প্রকাশ্যে মুখ খুললেন অলিভিয়া। তিনি জানান, প্রযোজক নাকি অভিযোগ তুলেছেন যে তিনি সংবাদমাধ্যমকে ম্যানিপুলেট করেছেন। অলিভিয়ার দাবি— “এই সব করার ক্ষমতাই নেই আমার। আমি এখনও প্রতিদিন স্ট্রাগল করছি।”

অভিনেত্রীর আরও অভিযোগ, তাঁকে নাকি সঠিক পারিশ্রমিক দেওয়া হয়নি। আর্থিক সমস্যার কারণে তিনি নিজের ফি কমিয়েও ছিলেন, তবুও শেষ পর্যায়ের শুটিংয়ের টাকা নাকি তাঁকে দেওয়া হয়নি। ঝামেলা না চাইলে‌ও প্রযোজনা সংস্থার ব্যবহারে তিনি নাকি প্রচণ্ড অপমানিত হয়েছেন। অলিভিয়ার কথায়— এসবের পরে আর মুখ বুজে থাকা তাঁর পক্ষে সম্ভব ছিল না।

অলিভিয়া জানালেন, তাঁর অভিনীত অংশ নাকি ট্রেলার থেকে কমানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকি ছবির একটি গানও বাদ দেওয়া হয়। অভিযোগ, তাঁকে হুমকিও দেওয়া হয়েছে— ছবির কোনও ক্ষতি হলে নাকি তার দায়ও তাঁর ওপর চাপানো হবে। এই অবস্থায় নিজের আত্মসম্মান রক্ষার জন্যই প্রচার থেকে সরে গেছেন তিনি। তাঁর অভিযোগ, আগে বহু প্রচার হয়েছে যেখানে তাঁকে ডাকাও হয়নি।

আরও পড়ুনঃ সৃজিতের ছবি থেকে হঠাৎ বাদ পড়লেন সোহিনী! আসছেন মিমি? কুনালের সঙ্গে ঝামেলা নাকি আর জি কর আন্দোলনে প্রতিবাদের মুখ হতেই বাদ পড়লেন অভিনেত্রী?

সবশেষে অভিনেত্রী বলেন, এই ছবির জন্য তিনি অনেক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, কিন্তু আত্মসম্মান বিক্রি করতে চাননি। তাঁর বিশ্বাস— দর্শকের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে সময় বদলাবে। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে ঠিক কী কারণে এই দূরত্ব তৈরি হলো— সেটা তাঁর কাছেও পরিষ্কার নয়। তিনি শুধু জানিয়ে দিলেন— পলিটিক্স করে ভালো কাজ হয় না, আর তিনি শেষ পর্যন্ত সবই মিটিয়ে নিতে চেষ্টা করেছিলেন।