বৃষ্টি ভেজা শহরের পটভূমিতে দুই নারী একই ছাতার নীচে দাঁড়ানো, একজন সোহিনী সরকার (Sohini Sarkar) আর অন্যজন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। হইচই-এর আসন্ন সিরিজ ‘কর্মা কোর্মা’র (Karma Korma) সেই প্রথম লুক ও টিজার প্রকাশ পাওয়ার পর থেকেই নতুন সিরিজকে ঘিরে কৌতূহল বাড়ছে। এখানে দেখা গেল দু’জনের চোখের ভাষা দু’রকম, একদিকে সন্দেহ আর অন্যদিকে অদ্ভুত শান্ত সমাহিত। প্রথম দেখাতেই স্পষ্ট যে, এই গল্প কেবল বন্ধুত্ব নিয়ে নয়, বরং এক জটিল টানাপড়েনের দিকেও ইঙ্গিত করছে। রান্নার মতোই জীবনের স্বাদ কখনও ঝাল, কখনও তিক্ত, কখনও আবার অদ্ভুত মিষ্টি।
এই সিরিজের পোস্টার আর টিজারও যেন সেই কথাই বলছে। এখানে চরিত্র দু’জনই কোথাও যেন একে অপরের অজান্তেই নিজের শূন্যতার প্রতিচ্ছবি খুঁজে পায় একটা সময়। এক নারী যাঁর জীবনযাপন সম্ভ্রান্ত, কিন্তু ভিতরে প্রচণ্ড একাকিত্ব। অন্যদিকে এক গৃহবধূ, যাঁর প্রতিটি দিনের সঙ্গে জড়িয়ে আছে অস্বস্তি, অপমান আর নিজেদের হারিয়ে ফেলার বেদনা। দু’জনের ভিন্ন জীবন ধীরে ধীরে এক হয়ে যায় আর গল্পটা এগোয় এমন এক সম্পর্কের দিকে, যাটা অত্যন্ত বিপজ্জনক।
পরিচালক প্রতীম ডি গুপ্তর কথাও তাই, দুই অভিনেত্রীর বোঝাপড়া নাকি গোটা সিরিজকে আরও শক্ত করে তুলেছে। একা ছাতার নীচে দাঁড়ানো দুই নারীর দৃশ্যটিই নাকি দর্শককে আকৃষ্ট করার জন্য যথেষ্ট! সেই সঙ্গে অনেকে আগ্রহী হয়েছেন সোহিনী সরকার আর ঋতাভরী চক্রবর্তীর রসায়ন নিয়ে। বহু বছর পরে তাঁরা একসঙ্গে কাজ করলেন, কিন্তু তাঁদের মধ্যে মতপার্থক্যের গুঞ্জন একটিবারও ওঠেনি। বরং শুটিং ফ্লোরে তাঁরা নাকি আগের মতোই একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন।
সম্পর্কের এই আন্তরিকতা সিরিজের প্রতি অনেকেরই টান বাড়িয়েছে নিঃসন্দেহে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ঋতাভরীর সাম্প্রতিক সাক্ষাৎকার, যেখানে তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, সিরিজে শাহানার মতো তিনি কতটা কর্মফলে বিশ্বাস রাখেন? উত্তরে অভিনেত্রী অত্যন্ত সরলভাবে জানান, নিজের জীবনে নাকি তিনি ‘কর্মা’র নিষ্ঠুর আবার কখনও আশ্চর্য রকম ফল দেখেছেন! কেউ তাঁর সঙ্গে কখনও খারাপ ব্যবহার করলে তিনি নাকি প্রতিশোধের কথা ভাবেননি। কিন্তু বহু বছর পর দেখেছেন, সেই ব্যক্তির জীবনে কঠিন পরিণতি এসে পড়েছে।
আরও পড়ুনঃ ‘গৌরবের একটা ত্রিনেত্র খুলেছে, জ্ঞানী হয়ে আরও শিশু হয়ে গেছে!’ ‘শোলাঙ্কি আগের থেকে আরও প্রাণোচ্ছল!’– দীর্ঘ বিরতির পর একে অপরকে নতুনভাবে আবিষ্কার করল শোলাঙ্কি-গৌরব জুটি! ‘মিলন হবে কত দিনে’তে দু’জনের চরিত্র কতটা আলাদা? এলার-গোরার জুটি আনছে কোন ম্যাজিক?
ঋতাভরীর কথায়, “হয়ত কেউ মারা গিয়েছেন নয়তো আইনি সমস্যায় ফেঁসে গিয়েছেন। তবে, আমি কখনও কারও জন্য এত কঠোর পরিণতি কামনা করিনি। তবুও বুঝেছি যে জীবন কাউকে ছাড় দেয় না!” তাঁর এই একটি উত্তরেই যেন সিরিজের থিম আরও স্পষ্ট হয়ে উঠেছে যে বেদনা থেকে বিশ্বাসঘাতকতা কিংবা আকর্ষণ আর অদৃশ্য মানসিক টানাপড়েনের ভেতর দিয়ে দুই নারীর জীবন এবং তার কেন্দ্রে রয়েছে ঠিক এই কর্মফলের তত্ত্বটাই! আগামী ডিসেম্বরে সিরিজটি মুক্তি পেতে চলেছে আর দর্শকদের জন্য রেখে যাবে একটাই প্রশ্ন, নিজের করা কাজের হিসেব থেকে কি সত্যিই কেউ কখনও পুরোপুরি পালাতে পারে?a






