‘কখনও বিপ্লবী তো কখনও ডাকাত, গল্পটা ঠিক কোন সময়ে?’ ‘আমরা কি সত্যিই ২০২৫-এই আছি?’ আন্ডারগ্রাউন্ড বিপ্লবীর পর, সাম্প্রতিক পর্বে ডাকা’তির দৃশ্য দেখিয়ে দর্শকদের সমালোচনার মুখে ‘চিরসখা’ ধারাবাহিক!

স্টার জলসার ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকটি শুরুতে যে আবেগ আর সম্পর্কের টান দিয়ে দর্শকদের কাছে পৌঁছেছিল, সাম্প্রতিক পর্বগুলোতে সেই জায়গা থেকে অনেকটাই সরে এসেছে বলে মনে করছেন নিয়মিত দর্শকরা। গল্পে নাটকীয়তা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এখন যে মোড়গুলো দেখানো হচ্ছে, সেগুলো আর আবেগের ধারায় নয় বরং যুক্তির বাইরে চলে যাচ্ছে।

প্রসঙ্গত, পার্বতীকে প্রথমে দেখানো হয় এমন একজন মানুষ হিসেবে যে ছোটবেলার পরিচয় আর আবেগকে অস্ত্র করে স্বতন্ত্রের জীবনে নিজের জায়গা পাকাপোক্ত করতে চাইছে। কখনও সিঁদুর পরা, কখনও চিঠি লিখে উধাও হয়ে যাওয়া মিলিয়ে একটা রহস্য তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সেই রহস্যের সমাধান যেভাবে দেখানো হলো, তাতে অনেক দর্শকই সন্তুষ্ট নন। বিশেষ করে স্বতন্ত্রের প্রতিক্রিয়া বা বলা ভালো, প্রতিক্রিয়ার অভাব দর্শকদের ভাবিয়েছে।

Chiroshokha, Star Jalsha, Aparajita Ghosh Das, Komolini, Swatantra, Sudip Mukherjee, Leena Ganguly, Shinjinee Chakraborty, Rajannya Mitra, Raja Goswami, Vivaan Ghosh, Anashua Majumdar, Serial Update, Chiroshokha today episode, চিরসখা, স্টার জলসা, রঞ্জনা মিত্র, সুদীপ মুখার্জী, অপরাজিতা ঘোষ দাস, কমলিনী-স্বতন্ত্র, লীনা গাঙ্গুলি, অনুসূয়া মজুমদার, রাজা গোস্বামী, সিরিয়াল আপডেট, চিরসখা আজকের পর্ব

সব জেনেও তিনি এতদিন যেভাবে দ্বিধা আর মনখারাপের অভিনয় করে গেছেন, সেটা অনেকের কাছেই অস্বাভাবিক ঠেকেছে। পার্বতীর স্বামী অনিমেষকে কলেজ জীবনের প্রেমিক এবং ‘আন্ডারগ্রাউন্ড বিপ্লবী’ হিসেবে দেখানো হয়। এই পরিচয় শুনেই সামাজিক মাধ্যমে হাসি-ঠাট্টা শুরু হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে এই ধরনের চরিত্রায়ন যে কতটা বাস্তবসম্মত, তা নিয়েই প্রশ্ন উঠছে। দর্শকদের একাংশের বক্তব্য, গল্পকে জটিল করতে গিয়ে লেখকরা এমন এক সময়ে আটকে পড়েছেন যা আর বর্তমান বাস্তবতার সঙ্গে মেলে না।

আরও পড়ুনঃ আংটি বদল থেকে আইনি বিয়ে, জীবনের নতুন অধ্যায় শুরু ‘খুকুমণি’ দীপান্বিতা! কাকে বিয়ে করলেন নায়িকা?

এর মধ্যেই বর্তমান পর্বে দেখা গেল আরও এক চমক! বিপ্লবী থেকে সরে এবার গল্পে দেখানো হচ্ছে ডাকাতের মতো চরিত্রে। পরিবারের সবাই মিলে গ্রামের বাড়ি যাওয়ার পথে মাঝরাস্তায় গাড়ি থামানো আর সেখানেই আচমকা হামলা! এই দৃশ্যগুলো দেখে দর্শকরা রীতিমতো হতবাক। কেউ কেউ কটাক্ষ করে বলছেন, “কখনও বিপ্লবী, কখনও ডাকাত, গল্পটা ঠিক কোন সময়ে দাঁড়িয়ে আছে, সেটাই পরিষ্কার নয়।” এমনকি ২০২৫ সালের বাস্তবতার সঙ্গে এই দৃশ্যগুলোকে মেলাতে গিয়ে অনেকেই রসিকতা করছেন, “আমরা কি সত্যিই বর্তমানেই আছি?”

সব মিলিয়ে ‘চিরসখা’র বর্তমান ট্র্যাক নিয়ে দর্শকদের বিরক্তি বাড়ছে কারণ গল্প এখন চরিত্রের আবেগের চেয়ে অদ্ভুত মোড় আর অবাস্তব পরিচয়ের ভারে বেশি দাঁড়িয়ে আছে। নাটকীয়তা যে থাকবে, এটা সবাই মানেন কিন্তু সেই নাটক যদি বাস্তবতার সঙ্গে একেবারেই তাল না মেলায়, তখন দর্শকের ধৈর্যচ্যুতি হওয়াই স্বাভাবিক। এখন দেখার যে নির্মাতারা এই সমালোচনাকে গুরুত্ব দিয়ে গল্পকে আবার আগের মতো বিশ্বাসযোগ্য পথে ফিরিয়ে আনতে পারেন কি না।