আংটি বদল থেকে আইনি বিয়ে, জীবনের নতুন অধ্যায় শুরু ‘খুকুমণি’ দীপান্বিতা! কাকে বিয়ে করলেন নায়িকা?

অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত তাঁর জীবনের নতুন অধ্যায়ের কথা প্রথম জানিয়েছিলেন আনন্দবাজার ডট কমকে। কথা রেখেই ১৫ ডিসেম্বর আইনি বিয়ে সারেন তিনি ও গৌরব দত্ত। ১৬ ডিসেম্বর প্রকাশ্যে আসে সেই বিশেষ দিনের ছবি। হাসিমুখে দীপান্বিতা জানান, তিনি তখন শুটিংয়েই ছিলেন, পাশে ছিলেন তাঁর বর। কাজ আর ব্যক্তিজীবন একসঙ্গেই এগিয়ে চলেছে, এটাই যেন তাঁর জীবনের নতুন মন্ত্র।

আইনি বিয়ের দিনে দীপান্বিতার সাজ ছিল মার্জিত ও স্নিগ্ধ। হালকা নীলচে আভা দেওয়া সিক্যুইনের শাড়িতে তাঁকে দেখা যায় অনাবিল সৌন্দর্যে। খোঁপায় গোঁজা নরম গোলাপ, মুক্তো আর হিরের হালকা গয়না এবং কম রূপটানে যেন আরও উজ্জ্বল অভিনেত্রী। গৌরবও কম যাননি। স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে ঝকঝকে পোশাকে তাঁকেও দেখা যায় সমানভাবে আত্মবিশ্বাসী ও আনন্দিত।

এই আইনি বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের মোট ২৪ জন সদস্য। খুব ঘরোয়া পরিবেশেই সম্পন্ন হয় আংটি বদল এবং কাগুজে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা। দীপান্বিতা জানান, তাঁদের কাছে এই মুহূর্তটা ছিল ভীষণ ব্যক্তিগত। বড় আয়োজন নয়, বরং কাছের মানুষদের নিয়েই এই বিশেষ দিনটি উদযাপন করতে চেয়েছিলেন তাঁরা।

আরও পড়ুনঃ ‘কুড়ি মিনিট শৌচালয়ে আটকে…’ দুঃস্বপ্নের রাত, মৃ’ত্যুসম অপেক্ষার ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন রিমঝিম মিত্র! বিয়ের প্রস্তাব দেওয়া স্বপ্নের ‘সুপুরুষ’ আসলে ছিল ডাকাত! কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

খাবারের মেনুতেও ছিল চমক। খুকুমণি স্পেশ্যাল বাঙালি পদ নয়, বরং অতিথিদের জন্য ছিল মোগলাই স্বাদের কাবাব ও বিরিয়ানি। সঙ্গে ছিল নানা রকম মিষ্টি। হাসতে হাসতে দীপান্বিতা বলেন, সবই তিনি উপভোগ করেছেন, কিছুই বাদ দেননি। আনন্দ আর ভালোবাসার দিনে খাওয়াদাওয়া যে মন ভরিয়ে দেয়, সেটাই যেন প্রমাণ করলেন তিনি।

বিয়ের পরও কিন্তু ছুটি নেই দীপান্বিতার। তাজপুরে চলছে তাঁর নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’-এর শুটিং। অভিনয়ই যেহেতু তাঁর পেশা, তাই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সুযোগ নেই। গৌরব আপাতত মালদায় চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যস্ত। তবে সুযোগ পেলেই তিনি চলে আসেন স্ত্রীর কাছে। তখন দুজনেই কাজ আর ভালোবাসার জুটিতে একসঙ্গে পথ চলে