প্রসেনজিৎ, তাপস পাল, মিঠুনের সঙ্গে চুটিয়ে অভিনয়! ছোট এবং বড়পর্দায় নায়িকা থেকে খলচরিত্রে দাপট দেখিয়ে, হঠাৎ অদৃশ্য হয়ে যান রিমঝিম গুপ্ত! অভিনেত্রী কেন সরে গেলেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে? বর্তমানে কোথায় তিনি?

একসময় টলিউডে নিয়মিত মুখ ছিলেন অভিনেত্রী ‘রিমঝিম গুপ্ত’ (Rimjhim Gupta)। প্রথম সারির অভিনেতারা, যেমন মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রয়াত অভিনেতা তাপস পাল বা অভিষেক চট্টোপাধ্যায়ের মতো তারকাদের সঙ্গে বড় পর্দায় চুটিয়ে কাজ করেছেন তিনি। নায়িকা হোক বা খলচরিত্র, সব ধরনের ভূমিকাতেই সাবলীল ছিলেন রিমঝিম। ছোট এবং বড়পর্দা মিলিয়ে তাঁর কাজের অভিজ্ঞতা মোটেও কম না। তবু একটা সময়ের পর হঠাৎ করেই যেন অদৃশ্য হয়ে যান তিনি! দীর্ঘদিনের এই অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোথায় হারিয়ে গেলেন এই অভিনেত্রী?

এত প্রতিভাবান একজন অভিনেত্রীর এই হারিয়ে যাওয়ার পেছনে আসলে ছিল একের পর এক বাস্তব জীবনের লড়াই। ২০১৩ সাল পর্যন্ত টলিউডে সব মাধ্যমেই একটার পর একটা কাজ চলছিল তাঁর। সেই সময়েই মুম্বইয়ে একটি ছবির ডাবিং করতে ডাক আসে আর সেখানে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রিমঝিম! চিকিৎসকেরা জানান, তাঁর ‘ওভারি সিস্ট’ হয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। সেই অস্ত্রোপচারের পর সবকিছু ছেড়ে, প্রায় এক বছর তাঁকে বিছানায় থাকতে হয়।

কাজের জগৎ থেকে এই অনিচ্ছাকৃত দূরত্বই ধীরে ধীরে তাঁকে লাইমলাইটের বাইরে ঠেলে দেয়। এরপর জীবনে আসে আরও এক বড় পরিবর্তন। ২০১৫ সালে বিয়ে করেন রিমঝিম, ফলে অভিনয় থেকে আবারও কিছুটা বিরতি নেন তিনি। মাঝেমধ্যে ছোটখাটো শো বা কাজ করলেও আগের মতো ব্যস্ততা ছিল না। অসুস্থতা আর অস্ত্রোপচারের প্রভাব পড়েছিল শরীরেও, ওজন বেড়ে যাওয়ায় নতুন করে নিজেকে মানিয়ে নেওয়াটাও সহজ ছিল না। তার উপর পরে আরও কিছু জটিল শারীরিক সমস্যায় ভুগতে হয় তাঁকে।

যার জন্য দীর্ঘদিন ক্যামেরার সামনে আসা সম্ভব হয়নি। তবে, রিমঝিম পুরোপুরি অভিনয়কে বিদায় জানাননি। সময়ের সঙ্গে নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এখন তাঁর নিজের একটি ক্যাফেও রয়েছে, যেটার দেখভাল করতে যথেষ্ট সময় দিতে হয়। এই নতুন পরিচয় তাঁকে অন্যরকম ব্যস্ত রাখলেও অভিনয়ের প্রতি টানটা কোথাও গিয়ে হারায়নি। তাই সুযোগ এলে কাজ করতেও পিছপা হননি তিনি।

আরও পড়ুনঃ বাড়িতেই প্রাক্তন শিশুশিল্পীর রহস্যময় মৃ’ত্যু, উদ্ধার নি’থর দেহ! বন্ধ দরজার আড়ালে এমন কিছু ঘটেছিল, যা কেউ কল্পনাও করেনি!

আর সেই কারণেই শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের গত বছরের দুর্গাপুজোর সুপারহিট ছবি ‘বহুরূপী’র হাত ধরে আবার ক্যামেরার সামনে এসেছিলেন রিমঝিম। দীর্ঘদিন বাদে তাঁর অভিনয় সবাই বেশ উপভোগও করেছেন। এক কথায়, একসময় যিনি টলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন আজ তিনি একটু আড়ালে থেকে নিজের গতিতে জীবন কাটাচ্ছেন। হয়তো আগের মতো চর্চার কেন্দ্রে নেই, কিন্তু অভিনয়, সংসার আর নিজের উদ্যোগের ভারসাম্যেই এখন রিমঝিমের বর্তমান জীবন।

You cannot copy content of this page