“অতীতে বহুবার জিৎকে ডেকেছি, কিন্তু তিনি আসেননি”— অকপট দেব! ২০ বছরের উদযাপনে নিমন্ত্রণ না-পাওয়ার আড়ালে কি সত্যিই লুকিয়ে অন্য কোনও সমীকরণ? জিতের নিমন্ত্রণ না-পাওয়ার আড়ালে কি তবে রয়েছে পুরনো অভিমান?

টলিপাড়ায় খুব কম মুহূর্তই এমন আসে, যা একসঙ্গে আবেগ, স্মৃতি আর প্রশ্ন তৈরি করে। দেবের কেরিয়ারের ২০ বছর পূর্তি তেমনই এক মুহূর্ত। ‘রঘু ডাকাত’ মুক্তির আগে বড় আকারে সেই উদযাপন, সঙ্গে ছবির ট্রেলার লঞ্চ—সব মিলিয়ে ছিল একেবারে তারকাখচিত সন্ধ্যা। দীর্ঘ দুই দশকের পথচলার সাক্ষী হতে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ।

এই অনুষ্ঠানে দেবের জীবনের নানা অধ্যায়ের মানুষদের দেখা মিলেছিল। যাঁদের সঙ্গে কাজ করেছেন, যাঁদের সঙ্গে তৈরি হয়েছে একের পর এক হিট ছবি—তাঁদের অনেকেই ছিলেন সেখানে। কোয়েল মল্লিক, নুসরত জাহান, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ইধিকা পাল—তালিকা ছিল বেশ দীর্ঘ। কিন্তু সেই ভিড়ের মধ্যেই চোখে পড়ে একটি বড় অনুপস্থিতি।

বাংলা ছবির দর্শকের কাছে ‘দুই পৃথিবী’ শুধু একটি সিনেমা নয়, বরং একটি আবেগ। সেই ছবির সূত্রেই দেব-জিত জুটিকে আলাদা করে চিনেছে টলিপাড়া। তাই দেবের কেরিয়ারের এত গুরুত্বপূর্ণ উদযাপনে জিতের অনুপস্থিতি স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলেছিল। সেই প্রশ্ন আরও জোরালো হয়, যখন এক সাক্ষাৎকারে জিৎ জানান, তাঁকে নাকি অনুষ্ঠানে নিমন্ত্রণই করা হয়নি।

এই মন্তব্যের পর এবার মুখ খুললেন দেব। অভিনেতার কথায়, জিতের নিজের একটি আলাদা জগৎ রয়েছে, আর সেই জগতে তিনি ব্যস্ত থাকেন। দেব জানান, অতীতে বহুবার বিভিন্ন অনুষ্ঠানে তিনি জিৎকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু অনেক সময়ই তিনি আসেননি। এই অনুষ্ঠানেও দেবের দায়িত্ব ছিল মূলত যেসব নায়িকার সঙ্গে তিনি কাজ করেছেন, তাঁদের ফোন করা। সেই কাজটাই তিনি করেছেন।

আরও পড়ুনঃ নিজের সন্তান, পরিবারের পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা নিয়েও সচেতন অভিনেত্রী কোয়েল মল্লিক! স্বামীর থেকেও পারিশ্রমিক নেন অভিনেত্রী

দেব আরও বলেন, প্রসেনজিৎ তাঁর খুব কাছের মানুষ, তাই তাঁকে সব কাজেই পাশে পেয়েছেন। কিন্তু জিত যেহেতু নিজের মতো করে আলাদা একটা পরিসর তৈরি করে রেখেছেন, তাই তাঁকে ডাকা হয়নি বা বিষয়টি নিয়ে বিশেষভাবে ভাবাও হয়নি। তবে এখানেই শেষ নয়—দেব স্পষ্ট করে জানিয়ে দেন, ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে জিতের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। সম্পর্ক ভালোই রয়েছে, শুধু পথচলাটা আলাদা।

You cannot copy content of this page