বউকে রেখে অন্য নারীকে বিয়ে! হঠাৎই বিয়ের মণ্ডপে হাজির প্রথম স্ত্রী! দেখে হতবাক টলিউডের নায়ক, কী হল তারপর?

টলিপাড়ায় আবারও চর্চার কেন্দ্রে এক জনপ্রিয় তারকা দম্পতি। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও বাস্তবে তাঁদের সম্পর্কে যে গভীর টানাপোড়েন চলছিল, তা এতদিন প্রকাশ্যে আসেনি। স্বামী স্ত্রীর দূরত্বের সুযোগ নিয়ে এক তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ পরিস্থিতি আরও জটিল করে তোলে। ঘনিষ্ঠ মহলে কানাঘুষো চলছিল যে বিশ্বাস আর সন্দেহের দোলাচলে দাম্পত্য জীবন প্রায় ভেঙে পড়ার মুখে। তবু প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

স্ত্রীর পাশে থাকার কথা থাকলেও নায়ক কাজের অজুহাতে শহরের বাইরে যান অন্য এক নারীর সঙ্গে। সেখানেই ঘটে যায় ভয়ংকর ঘটনা। নায়কের অজান্তেই তাঁকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং এমন পরিস্থিতি তৈরি করা হয় যাতে সমাজের চোখে তিনি অপরাধী হয়ে ওঠেন। পরে সেই নারী দাবি করে বসে যে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে এবং এখন বিয়ে ছাড়া আর কোনও পথ নেই। নায়ক এই অভিযোগ অস্বীকার করলেও পরিস্থিতি ক্রমশ তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ঘটনার মাঝেও স্ত্রী স্বামীর ওপর বিশ্বাস হারাননি। বরং সত্য সামনে আনতে গিয়ে নিজেই বিপদে পড়েন তিনি। প্রমাণের জন্য নিজের শরীরকেই ব্যবহার করেন এবং গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে যান তিনি। সেই সময় স্বামী সমস্ত ভুল বুঝে স্ত্রীর প্রাণ বাঁচাতে সবকিছু করতে প্রস্তুত হন। কঠিন মানত পূরণ করে অবশেষে স্ত্রী মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন।

কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিনের মধ্যেই সেই তৃতীয় নারীর অন্য বিয়ের আয়োজন হয়। আচমকা সেই বিয়ের মণ্ডপে হাজির হয়ে নায়ক বরকে জালিয়াত বলে অপমান করেন এবং বিয়ে ভেঙে দেন। তখনই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। বিয়ে ভাঙায় সমাজের চোখে নিজেকে লগ্নভ্রষ্টা দাবি করে সেই নারী নায়কের কাছেই বিয়ের দাবি জানায়। ঠিক সেই মুহূর্তে মণ্ডপে এসে পৌঁছন প্রথম স্ত্রী। স্বামীর হাতে সিঁদুর দেখে তিনি চমকে যান।

আরও পড়ুনঃ চোখে জল আসে! অতীতের কোন স্মৃতিতে ডুবে সঙ্গীত শিল্পী আবেগপ্রবণ ইমন চক্রবর্তী?

এই ঘটনাগুলি যদিও বাস্তব নয় তবু টেলিভিশনের পর্দায় এই টলিপাড়ার জুটির গল্প দর্শকের মনে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক লক্ষ্মী ঝাঁপিতে দীপ ঝাঁপি এবং ইনকার এই জটিল সম্পর্কের মোড় এখন চরমে। আগামী পর্বে নায়ক কোন সিদ্ধান্ত নেবে তা জানতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। বিশ্বাস প্রতারণা আর ভালোবাসার এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।

You cannot copy content of this page