বছরের শেষ মানেই বিনোদন জগতে এক আলাদা আবহ। আলো-ঝলমলে অনুষ্ঠান, নতুন পরিকল্পনা, পুরনো স্মৃতির ঝালাপালা—সব মিলিয়ে তারকাদের মনেও কাজ করে এক বিশেষ উন্মাদনা। কেউ সাফল্যের ঝুলিতে ভর করে আগামীর স্বপ্ন দেখেন, কেউ আবার বিদায়ী বছরের ভাল-মন্দ হিসেব কষেন। দর্শকদের কাছেও এই সময়টা আলাদা, কারণ প্রিয় তারকাদের মুখে শোনা যায় তাঁদের না বলা কথাগুলো, জীবনের ওঠানামার গল্প।
ঠিক এমনই এক মুহূর্তে সম্প্রতি বছর শেষের গল্প নিয়ে কথা বলতে শোনা গেল জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। আলোচনায় উঠে এল তাঁর ব্যক্তিগত অনুভূতি, কাজের অভিজ্ঞতা আর জীবনের নানা টানাপোড়েন। খুব স্বাভাবিক, সহজ ভাষায় তিনি জানালেন কেমন কাটল তাঁর গত বছর, কী পেলেন আর কী হারালেন। কোনও সাজানো কথা নয়, বরং একেবারে মনের কথা বলতেই স্বচ্ছন্দ বোধ করলেন অভিনেত্রী।
বাংলা বিনোদন জগতে ইন্দ্রানী হালদার এক পরিচিত নাম। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন। ছোট পর্দা হোক বা বড় পর্দা, নানা ধরনের চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। কখনও সাবলীল অভিনয়, কখনও শক্তিশালী চরিত্রে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। দীর্ঘ এই যাত্রাপথে জনপ্রিয়তার পাশাপাশি নানা চ্যালেঞ্জও এসেছে, যা তিনি ধৈর্য আর পরিশ্রম দিয়ে সামলে নিয়েছেন।
তবে অভিনেত্রীর কথায় উঠে এল একটি আক্ষেপও। তাঁর মতে, ২০২৫ সাল তাঁর জীবনে একেবারেই ভালো কাটেনি। এই বছরে একের পর এক খারাপ খবর এসেছে। পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়ায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কাজের মধ্যেও সেই চাপ প্রভাব ফেলেছিল বলে অকপটে স্বীকার করেন ইন্দ্রানী।
আরও পড়ুনঃ বাবিল-মিটিলের মাঝে কোয়েলের আগমন, এই চরিত্রে যোগ দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র! সে কি হয়ে উঠবে খলনায়িকা, নাকি ‘চিরসখা’র গল্পকে দেখাবে নতুন দিশা? কেমন হবে বাবিলের সঙ্গে তার জুটি? নাকি মিটিলকেই দেখতে চান বাবিলের সঙ্গে?
এই কারণেই তিনি আশা করছেন, ২০২৬ সাল যেন নতুন করে আলো নিয়ে আসে। শুধু তাঁর নিজের জীবনেই নয়, দর্শকদের জীবনেও যেন সুখ-শান্তি ফিরে আসে—এই কামনাই করেছেন অভিনেত্রী। নতুন বছরে আবার নতুন উদ্যমে কাজ করতে চান, দর্শকদের ভালো গল্প উপহার দিতে চান। বিদায়ী বছরের কষ্টকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার বার্তাই যেন ইন্দ্রানী হালদারের কথায় স্পষ্ট হয়ে উঠল।






