নতুন বছরের শুরুতেই টেলিভিশন দুনিয়ায় আলোচনার শীর্ষে উঠে এলেন প্রতীক সেন ও সোনামণি সাহা। বর্ষবরণের রাতে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। শীতের রাতে ঘনিষ্ঠ ভঙ্গিতে ধরা পড়া এই জুটি যেন ভালোবাসার উষ্ণতায় মোড়া। এতদিন সম্পর্কের কথা অস্বীকার করলেও এই দৃশ্য নতুন করে জল্পনা উসকে দিল।
বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে প্রতীক ও সোনামণির রসায়ন নতুন নয়। মোহর কিংবা এক্কা দোক্কার মতো ধারাবাহিকে তাঁদের রোম্যান্স দর্শকের মন জয় করেছে। অফস্ক্রিনেও সেই বন্ধন যে গভীর তা বারবার উঠে এসেছে চর্চায়। বছরশেষে সোনামণির ফেসবুক পোস্টে আদুরে ছবির সঙ্গে হৃদয়ের ইমোজি যেন ইঙ্গিতপূর্ণ বার্তা দিল।
এর আগেও নানা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে। জগদ্ধাত্রী পুজোয় প্রতীকের মায়ের সঙ্গে সোনামণির উপস্থিতি বিশেষ নজর কাড়ে। সেখানেই প্রতীকের মা প্রকাশ্যে বলেন সোনামণি তাঁর কাছে খুব বিশেষ। সেই মন্তব্য শুনে নায়িকার লাজুক হাসি অনেক কিছু বলে দেয় বলেই মনে করেন অনেকে।
টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চেও বিয়ের প্রশ্নে জর্জরিত হন এই জুটি। তখন প্রতীকের মজার উত্তর নতুন করে আগুনে ঘি ঢালে। বয়সের ফারাক নিয়ে আলোচনা থাকলেও তা যে তাঁদের সম্পর্কের পথে বাধা নয় তা স্পষ্ট। বন্ধুত্বের বাইরে অন্য সমীকরণ আছে কি না তা নিয়ে জল্পনা চলছেই।
আরও পড়ুনঃ “আমি শান্তিপ্রিয় মানুষ, আমার ভক্তরাও সেটা জানে… প্রচারের আসল মূল্য মুখে মুখে, বাকিটা শুধুই বাহুল্য!” টলিউডের বিতর্কমুখর সময়েও কোয়েলের শান্তিপূর্ণ অবস্থান! বক্স অফিস যুদ্ধের মাঝেও, ভক্তদের উত্তেজনা আর রেষারেষি নিয়ে কী বললেন তিনি?
সোনামণির ব্যক্তিগত জীবনের অতীতও আলোচনায় এসেছে বারবার। অল্প বয়সের বিয়ে ভেঙে যাওয়ার পর নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার পথে তিনি। এবার কি সত্যিই নতুন বছরে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তিনি। প্রতীক কি সেই অধ্যায়ের সঙ্গী হবেন। সব প্রশ্নের উত্তর দেবে সময়ই।






