সম্প্রতি একটি পডকাস্টে একসঙ্গে হাজির হয়ে অকপট ও স্পষ্ট ভাষায় নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজ। নেটদুনিয়ার কটাক্ষ, কৌতূহল ও কুৎসা নিয়ে আর চুপ থাকতে রাজি নন এই দম্পতি। সম্পর্কের বয়সের ফারাক থেকে শুরু করে শারীরিক সম্পর্ক পর্যন্ত নানা ইঙ্গিতপূর্ণ প্রশ্নে যেভাবে তাঁদের বিদ্ধ করা হয়, তা নিয়েই খোলাখুলি বক্তব্য রাখেন দুজনেই। শ্রীময়ীর কথায় স্পষ্ট বিরক্তি, আবার একই সঙ্গে আত্মবিশ্বাসও ধরা পড়ে।
পডকাস্টে শ্রীময়ী বলেন, কাঞ্চনের বয়স ও সক্ষমতা নিয়ে নেটপাড়ায় নানা প্রশ্ন ছোড়া হয়। অনেকেই নাকি আড়াল থেকে তাঁদের ব্যক্তিগত মুহূর্ত খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অভিনেত্রীর দাবি, এসব কটাক্ষকারীদের বড় অংশই মহিলা। রাতভর নেশা বা ঘুমের ওষুধ খেয়ে তাঁদের ভিডিও জুম করে দেখেন অনেকে। এমনকি কাঞ্চনের পোশাক নিয়েও কুৎসিত মন্তব্য করা হয় বলে অভিযোগ শ্রীময়ীর। তাঁর মতে, এই কৌতূহল আসলে অসুস্থ মানসিকতারই পরিচয়।
বউয়ের বক্তব্যের রেশ ধরে কাঞ্চনও নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, সুইমিং পুলে নামলে কী পোশাক পরবেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। তাঁর শরীরের গঠন, পা সরু হওয়া বা রোগা চেহারা নিয়েও কটাক্ষ শুনতে হয়। কাঞ্চনের প্রশ্ন, যদি তাঁকে না দেখেই থাকা যায়, তবে কেন এত নজর। জনপ্রিয় নায়ককে দেখার বদলে কেন তাঁকেই এত পর্যবেক্ষণ করা হয়, সেই প্রশ্নও ছুড়ে দেন তিনি। তাঁর কথায়, ‘ও ৫০ বছরে কী পারল নিয়ে এত মাথা ব্যথা। কারণ, রাত্রি বেলা কেউ ঘুমের ওষুধ খায়, কেউ নেশার জন্য মদ খায় গলা অবধি।
খেয়ে আমার ভিডিয়তে জুম করে দেখে, কাঞ্চনের নিয়ন প্যান্ট দেখে।’ প্রসঙ্গত, কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের ফারাক প্রায় সাতাশ বছর হলেও তাঁদের সম্পর্কে তা কোনও বাধা হয়নি। তাঁরা সুখী দাম্পত্যে রয়েছেন এবং এক সন্তানের বাবা মা। তাই ট্রোলারদের উদ্দেশে শ্রীময়ীর সাফ কথা, তিনি ফ্রাস্ট্রেটেড নন বরং নিজের জীবনে খুশি। কাকে বিয়ে করবেন, কেমনভাবে জীবন কাটাবেন, তা একান্তই তাঁর সিদ্ধান্ত। এতে বাইরের লোকের কী আসে যায়, সেই প্রশ্নই তুলেছেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ ‘ভালো বলে সবাই যাকে সমর্থন করছে, সে দরকার মিটলেই ছুঁড়ে ফেলে দেয় মানুষকে!’ ‘টাকা চাইলেই ফোন ধরে না, কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি আজও!’ দেবলীনাকে ঘিরে সহানুভূতির ঢেউয়ের মাঝেই ভিডিওগ্রাফারদের বিস্ফো’রক অভিযোগ! সামনে এল চাঞ্চল্যকর তথ্য, প্রশ্নের মুখে শিল্পীর ভাবমূর্তি!
প্রসঙ্গত, কাঞ্চনের আগের দাম্পত্য জীবন নিয়েও একসময় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর আইনি বিবাহবিচ্ছেদ ও খোরপোশ সংক্রান্ত বিষয় সংবাদ শিরোনামে ছিল। সেই সময় শ্রীময়ীর নাম জড়ালেও দুজনেই সম্পর্ক অস্বীকার করেছিলেন। শেষ পর্যন্ত বিচ্ছেদের পর ২০২৪ সালে আইনি ও সামাজিক বিয়ে সারেন কাঞ্চন শ্রীময়ী। বিয়ের কয়েক মাসের মধ্যেই জন্ম নেয় তাঁদের সন্তান কৃষভি। সব কিছুর পরেও তাঁরা আজ স্পষ্ট জানাচ্ছেন, ট্রোল নয়, তাঁদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা ও পরিবার।






