‘এক মাস পুলিশের তাড়া খেয়েছি…পকেটে মাত্র কুড়ি টাকা, বালি ব্রিজে বউকে সিঁদুর পরিয়েছিলাম!’ এক সময়ের অনিশ্চয়তা ও আত্মত্যাগে ভরা জীবন থেকে, আজ তিনি প্রতিষ্ঠিত! জীবনের অন্ধকার অধ্যায় জানালেন বুদ্ধদেব ভট্টাচার্য!

রুপোলি পর্দায় বা মঞ্চের আলোয় দাঁড়িয়ে থাকা শিল্পীদের জীবন দেখলে অনেক সময়ই মনে হয়, সাফল্য বুঝি খুব সহজেই ধরা দেয়। কিন্তু ক্যামেরার আড়ালের গল্পগুলো ঠিক ততটাই কঠিন, ততটাই নিঃসঙ্গতায় ভরা। দিনের পর দিন লড়াই, অনিশ্চয়তা, আর্থিক টানাপোড়েন—এই সবকিছুর মধ্য দিয়েই গড়ে ওঠে একজন প্রকৃত শিল্পীর জীবন। অভিনয়ের জগতে দীর্ঘদিন টিকে থাকার জন্য শুধু প্রতিভা নয়, প্রয়োজন অসীম ধৈর্য আর আত্মত্যাগ। সেই লড়াইয়ের এক জীবন্ত উদাহরণ অভিনেতা বুদ্ধদেব ভট্টাচার্য।

মঞ্চ থেকেই অভিনয় জীবনের সূচনা বুদ্ধদেব ভট্টাচার্যের। প্রায় ৪০ বছর ধরে তিনি মঞ্চে অভিনেতা ও পরিচালক হিসেবে নিরলসভাবে কাজ করে চলেছেন। থিয়েটারের প্রতিটি ধাপ, প্রতিটি সংগ্রাম তাঁকে গড়ে তুলেছে একজন শক্তপোক্ত শিল্পী হিসেবে। মঞ্চ তাঁর প্রথম ভালোবাসা হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে প্রমাণ করেছেন টেলিভিশন ও চলচ্চিত্রেও। প্রায় ২০ বছরের অভিজ্ঞতায় ছোট পর্দা ও বড় পর্দায় নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

চলচ্চিত্রে বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মপ্রকাশ ঘটে সত্যজিৎ রায় পরিচালিত ‘গণশত্রু’ (১৯৮৯) ছবির মাধ্যমে—যা তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তীতে তিনি কাজ করেছেন ‘অভিমান’ (২০১৬), ‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’ (২০১৮), ‘কিডন্যাপ’ (২০১৯), ‘লাভ স্টোরি’ (২০১৯), ‘সুইজারল্যান্ড’ (২০২০) এবং ‘মিস কল’ (২০২১)-এর মতো ছবিতে। চরিত্র ছোট হলেও তাঁর অভিনয়ে বরাবরই থেকেছে বাস্তবতার ছাপ।

সম্প্রতি নিজের জীবনের এক অজানা অধ্যায়ের কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। তিনি জানান, অভিনয়ের শুরুর দিনগুলোতে আর্থিক অভাব ছিল নিত্যসঙ্গী। সেই সময় জীবনের কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, যেগুলো আজও তাঁকে ভাবিয়ে তোলে। জীবনযুদ্ধের চাপে দাঁড়িয়ে থাকা এক তরুণ শিল্পীর সামনে তখন ছিল শুধু ভালোবাসা আর বিশ্বাস।

আরও পড়ুনঃ ‘শ্রাবন্তী তো এক্কেবারে বোকা, যাকে বলে ইমোশনাল ফুল!’ শুভশ্রীর মন্তব্যে টলিপাড়ায় চর্চা! হঠাৎ কেন অভিনেত্রীকে নিয়ে এমন বললেন লেডি সুপারস্টার?

অভিনেতা বলেন, “পকেটে মাত্র কুড়ি টাকা ছিল। বালি ব্রিজে দাঁড়িয়ে বউকে সিঁদুর পরিয়েছিলাম। তারপর প্রায় এক মাস পুলিশের তাড়া খেয়েছি।” আর্থিক অসচ্ছলতার কারণেই পরিবার-পরিজনকে না জানিয়ে এমনভাবে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন তিনি। আজকের প্রতিষ্ঠিত অভিনেতার জীবনের সেই অধ্যায় মনে করিয়ে দেয়—সাফল্যের পিছনে কতটা ত্যাগ আর না বলা কষ্ট লুকিয়ে থাকে।

You cannot copy content of this page