বিনোদন জগতের শিল্পীদের জীবন যতই ক্যামেরার আলোয় ভেসে উঠুক না কেন, সেই ঝলমলে পর্দার আড়ালেও তাঁদের নিজস্ব একটি ব্যক্তিগত জগৎ থাকে। দর্শকের ভালোবাসা, জনপ্রিয়তা কিংবা খ্যাতির মাঝেও কিছু অনুভূতি, সম্পর্ক ও অভিজ্ঞতা তাঁরা নিজের কাছেই রাখতে চান। কিন্তু অনেক সময় সেই সীমারেখা মুছে যায়। তারকাদের কাজের সঙ্গে সঙ্গে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও অতিরিক্ত কৌতূহল তৈরি হয়, যা সবসময় সুখকর নাও হতে পারে—এ কথাই বারবার উঠে আসছে বিভিন্ন শিল্পীর বক্তব্যে।
টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বউ কথা কও’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী মানালি। প্রায় সাড়ে তিন বছর ধরে চলা সেই ধারাবাহিকে তাঁর অভিনীত ‘মৌরি’ চরিত্র আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। বহু দর্শকের কাছে তাই মানালি এখনও মৌরি নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন পরেও সেই চরিত্রের প্রভাব যে কাটেনি, তা অভিনেত্রীর কথাতেই স্পষ্ট।
শুধু টেলিভিশন নয়, ডিজিটাল দুনিয়াতেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন মানালি। ‘বাতাসে গুনগুন’ নামের ওয়েব সিরিজে তাঁর অভিনয় নতুন প্রজন্মের দর্শকের নজর কেড়েছে। শুটিং সেটে পা রাখলে আজও নাকি তাঁর প্রথম দিনের মতোই অনুভূতি হয়। চরিত্রকে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে মাথার ভিতরে চলে নানা ভাবনার খেলা—অভিনয়ের প্রতি এই নিষ্ঠাই তাঁকে আলাদা করে তুলে ধরে।
সম্প্রতি এক ইন্টারভিউতে অভিনেত্রী খোলাখুলি জানিয়েছেন, অভিনেত্রী হিসেবে কোন বিষয়টি তাঁর সবচেয়ে বেশি অপছন্দের। তাঁর কথায়, ইন্টারভিউতে প্রশ্ন করা স্বাভাবিক, কিন্তু ব্যক্তিগত জীবনে অযথা ঢুকে পড়া তিনি একেবারেই পছন্দ করেন না। কাজ নিয়ে আলোচনা হওয়াই তাঁর কাছে স্বস্তিদায়ক।
আরও পড়ুনঃ “সম্পূর্ণটাই ডাক্তারের ভুল চিকিৎসা, পা দুটো অকেজো হয়ে গেছে…চি’তায় শুয়ে, উপরে যেতে চাই!” হুইলচেয়ারে ব’ন্দি বিপ্লব চট্টোপাধ্যায় জানালেন অসহায় অবস্থার নেপথ্যে কারণ! শরীরের ভগ্নদশা নিয়েও, আজও স্পষ্টবাদী বর্ষীয়ান অভিনেতা!
এমনকি মানালি জানান, বহুবার তাঁকে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যা শুনে তাঁর মনে হয়েছে যেন প্রশ্নকর্তা রীতিমতো তাঁর বেডরুম পর্যন্ত ঢুকে পড়ছেন। এই ধরনের অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন তাঁকে অস্বস্তিতে ফেলে বলেই স্পষ্ট করে দেন অভিনেত্রী। তাঁর মতে, শিল্পীদেরও একটা নিজস্ব পরিসর থাকা উচিত, যেটাকে সম্মান করা জরুরি।






