দেব এবং সৌমিতৃষার পর এবার এসআইআর এর শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে জনপ্রিয় অভিনেত্রী মানালি দে কে। বাবার নামের ইংরেজি বানান সংক্রান্ত একটি সামান্য বিভ্রাটই এই ডাকের মূল কারণ বলে জানা যাচ্ছে। এক সপ্তাহের মধ্যেই তাঁকে হাজিরা দিতে হতে পারে বলে সূত্রের খবর। এর আগেও এই শুনানিতে ডাকা হয়েছিল বিভিন্ন পরিচিত মুখ ও ক্রীড়াবিদদের। সেই তালিকায় মানালির নাম যুক্ত হওয়ায় বিষয়টি ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।
এই সময় অনলাইনকে দেওয়া প্রতিক্রিয়ায় মানালি স্পষ্ট করেন যে তাঁর বাবার নামের বানান নিয়ে আদতে কোনও সমস্যা নেই। তিনি জানান ইংরেজিতে বাবার নাম Nitai হলেও নথিতে সেটি Netai হয়ে গিয়েছে। যদিও বাংলায় বাবার নাম একেবারেই সঠিকভাবে লেখা রয়েছে। মানালির কথায় তিনি এর আগেও একাধিকবার প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন এবং তখন তাঁকে জানানো হয়েছিল যে অটো কারেক্ট হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে আবার সেই একই কারণে ডাকা হওয়ায় তিনি খানিকটা বিরক্ত।
অভিনেত্রী আরও বলেন যদি বাংলাতেও বানান ভুল থাকত তাহলে বিষয়টি নিয়ে ভাবার অবকাশ ছিল। কিন্তু বাংলায় সব ঠিক থাকার পরেও শুধুমাত্র ইংরেজি বানানের জন্য বারবার ডাকা হওয়া অস্বস্তিকর। তাঁর মতে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আঞ্চলিক ভাষাকেও গুরুত্ব দেওয়া উচিত। যদি বাংলায় নাম ঠিক থাকে তাহলে শুধুমাত্র ইংরেজি বানানের কারণে এই ধরনের সমস্যায় পড়া অনুচিত বলেই মনে করেন তিনি।
মানালি নিজেকে অত্যন্ত সাধারণ মানুষ হিসেবেই দেখেন বলে জানান। এত প্রশাসনিক জটিলতা বোঝা তাঁর পক্ষে কঠিন। তিনি বলেন বাবার নামের বানান সংশোধনের জন্য যা যা নথি প্রয়োজন সবই তিনি জমা দিয়েছেন। তবুও হঠাৎ করে আবার ডাক এলে যে সমস্যায় পড়তে হয় সেটাই স্বাভাবিক। বাড়িতে বসে থেকে হঠাৎ করে শুনানিতে যাওয়ার প্রস্তুতি নিতে হলে কাজকর্মেও প্রভাব পড়ে বলেই মত তাঁর।
আরও পড়ুনঃ ‘একজন শিল্পী প্রতিমুহূর্তে প্রেমে পড়ে…’, তবু সারাজীবন কাকে খুঁজে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়? নীরবতার আড়ালে লুকিয়ে থাকা সেই মনের মানুষটি কে?
এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এল নথিপত্রে নামের বানান সংক্রান্ত জটিলতার বিষয়টি। আগে যেখানে জয় গোস্বামী মহম্মদ সামি লক্ষ্মীরতন শুক্লার মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের ডাকা হয়েছিল এবার সেই তালিকায় যুক্ত হলেন মানালি দে। বিষয়টি যে শুধু তারকাদের নয় সাধারণ মানুষের ক্ষেত্রেও কতটা ভোগান্তির কারণ হতে পারে তা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল এই ঘটনা।






