হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। মঞ্চে পারফর্ম করতে যাওয়ার আগেই এবং মঞ্চে ওঠার পরেও প্রকাশ্যে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন তিনি। এই ঘটনার পর ক্ষোভ উগরে দিয়ে দীর্ঘ পোস্টে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মৌনীর বক্তব্য অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন বয়স্ক পুরুষের আচরণ তাঁকে আতঙ্কিত ও অপমানিত করেছে। একজন প্রতিষ্ঠিত শিল্পী হয়েও এমন পরিস্থিতির শিকার হতে হওয়ায় তিনি গভীরভাবে বিচলিত বলেই জানিয়েছেন।
মৌনী লেখেন, অনুষ্ঠান শুরুর আগে দুজন প্রৌঢ় ব্যক্তি তাঁর সঙ্গে ছবি তোলার অজুহাতে কোমরে হাত রাখার চেষ্টা করেন। বিষয়টি ভাল না লাগায় তিনি সরাসরি প্রতিবাদ করেন এবং তাঁদের হাত সরাতে বলেন। কিন্তু এখানেই ঘটনার শেষ হয়নি। মঞ্চে ওঠার পরেও সেই দুই ব্যক্তি দর্শকের সামনের সারিতে দাঁড়িয়ে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন বলে অভিযোগ। মৌনী ভদ্রভাবে এই আচরণ বন্ধ করতে বললেও পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, তখন ওই ব্যক্তিরা তাঁর দিকে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন।
এই ঘটনার জেরে মৌনী কার্যত অনুষ্ঠান মাঝপথে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছিলেন। তবে দর্শক এবং নিজের পেশাগত দায়িত্বের কথা ভেবে শেষ পর্যন্ত অনুষ্ঠান সম্পূর্ণ করেন তিনি। কিন্তু সবচেয়ে হতাশাজনক বিষয় হিসেবে অভিনেত্রী উল্লেখ করেছেন, আয়োজক বা নিরাপত্তার দায়িত্বে থাকা কেউই সেই দুই ব্যক্তিকে সরানোর চেষ্টা করেননি। প্রকাশ্যে একজন শিল্পীকে হেনস্থা করা হলেও কর্তৃপক্ষের এই নীরবতা তাঁকে আরও বেশি কষ্ট দিয়েছে বলে জানান মৌনী।
এই অভিজ্ঞতার পরে অভিনেত্রীর প্রশ্ন, তাঁর মতো পরিচিত মুখের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে, তাহলে নতুন বা কম পরিচিত শিল্পীদের নিরাপত্তা কোথায়। মৌনী স্পষ্ট ভাষায় লেখেন, তিনি অপমানিত এবং আতঙ্কিত বোধ করেছেন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন তিনি। একজন শিল্পী হিসেবে সম্মানের সঙ্গে কাজ করার অধিকার সকলের রয়েছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
আরও পড়ুনঃ “বাংলায় বাবার নাম ঠিক, ইংরেজিতে অটো কারেক্টের জন্য ডাকা অস্বস্তিকর!” বাবার নামের বানান বিভ্রাটে, এসআইআর শুনানির ডাক পেয়ে প্রতিক্রিয়া অভিনেত্রী মানালি দে-র !
পোস্টের শেষে মৌনী সমাজের প্রতিও তীব্র প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, যারা এই ধরনের আচরণ করেন, তাঁদের নিজের পরিবারের নারীদের সঙ্গে কেউ এমন করলে তাঁরা কী প্রতিক্রিয়া দিতেন। এই ঘটনাকে তিনি লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন এবং আয়োজক ও কর্তৃপক্ষের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। মৌনীর এই অভিজ্ঞতা আবারও বিনোদন জগতে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।






