এতদিন ধরে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় সত্যি হলো। এই বয়সেও কীভাবে নিজের নাম ধরে রাখা যায় তা শাহরুখের থেকেই শেখা উচিৎ। নিজের অনলাইন ডিজিটাল অ্যাপ তৈরি করে ফেললেন শাহরুখ খান। নাম রেখেছেন এস আর কে (SRK)। এবার ওটিটি পর্দায় দেখা যেতে চলেছেন বলিউডের বাদশাকে।
নিজের বিখ্যাত ছবির নাম ধার করে শাহরুখ টুইটারে লিখেছেন কুচ কুচ হোনে ওয়ালা হে ওটিটি কি দুনিয়া মে। এ থেকেই পরিষ্কার হয়ে যায় যে এবার ডিজিটাল পর্দায় দেখে যেতে চলেছে বাদশার ঝলক।
ওটিটি তে নতুন কাজের ঝলকে কিং খান স্বয়ং। পাশে লেখা এসআরকে প্লাস। কী এই এসআরকে প্লাস? এটা নিয়ে কিছুটা ধোঁয়াশা বজায় রাখলেন কিং খান। তবে ডিজিটাল পর্দায় যে তিনি আসতে চলেছেন তার ঝলক অনেক আগেই পাওয়া গেছিল।
সেপ্টেম্বরে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রচারের অংশ হয়েছিলেন তিনি। তখনই থেকেই মনে করা হয় যে এবার অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মত ডিজিটাল পর্দায় নিজের জাদুতে বাজিমাত করতে আসছেন বাজিগর।
২০১৮ সালে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছে শাহরুখ খানকে। সিনেমার নাম জিরো।
বক্স অফিস একেবারেই ভালো ফলাফল করতে পারেনি সেই সিনেমা। এবার করো না পরবর্তী অধ্যায় ডিজিটাল পর্দায় বহু অভিনেতা-অভিনেত্রী নতুনভাবে কাজ শুরু। একেবারে নতুন আঙ্গিকে সেখানে কাজ হচ্ছে। তাহলে কি সেখানেও প্রতিযোগিতায় নেমে পড়লেন শাহরুখ খান?
Kuch kuch hone wala hai, OTT ki duniya mein. pic.twitter.com/VpNmkGUUzM
— Shah Rukh Khan (@iamsrk) March 15, 2022