একটা সময় টেলিভিশন থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র। এখন আবার টেলিভিশনের দিকে ঝুঁকছেন তিনি।
লাবণ্য সেনগুপ্ত রূপে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন নায়িকা। দর্শকদের থেকে নানারকম সমালোচনা পেলেও সেটা গ্রহণ করেছেন নায়িকা। কিন্তু নায়িকার ভক্তরা বলছেন এই চরিত্রে তাঁকে মানায় না।
নায়িকা সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন চা খেতে তাঁর ভয় লাগে যদি তাতে কেউ বিষ মিশিয়ে দেয়। কিন্তু এমন অভিযোগ কেন করলেন রূপাঞ্জনা? কাকে নিশানা করলেন তিনি? নায়িকা বরাবর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মজার ভিডিও পোস্ট করেন। গতকাল এমন একটি ভিডিও তিনি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে খোশমেজাজে সিরিয়াল দেখছেন নায়িকা। কাজের লোক চা দিয়ে যায়।
কিন্তু নায়িকা দেখেন তার হাত কাঁপছে। হাত কাঁপার কারণ জিজ্ঞাসা করলে উত্তর দেয় মাইনে কি সে পাবে না? অভিনেত্রী তারিখ জিজ্ঞাসা করতে উত্তর দেয় ২ তারিখ হয়ে গেছে। রূপাঞ্জনা উত্তর দেন ৭ তারিখের আগে মাইনে হবে না।
এ বক্তব্যের পর অভিনেত্রীর মনে জাগে সন্দেহ। মাইনে ঠিকমতো পাচ্ছি না বলেই কি বিষ মিশিয়ে দিয়েছে সে? তিনি একটা সিরিয়ালে এমনটাই দেখেছেন। ভয় পায় তিনি কাজের লোককে সেই চা পান করতে বলেন। এদিকে শান্তি মালকিনের এমন আচরণ দেখে ভয় পেয়ে যায়। নায়িকা উল্টে আশ্বাস দেয় চায়ে কিছু মেশানো নেই। নায়িকার এই কাণ্ড দেখে হাসির ঝড় সোশ্যাল মিডিয়ায়।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!