দুই প্রবাদপ্রতিম তারকা চলে গিয়েছেন এই পৃথিবী ছেড়ে। তবু তাঁদের শিল্পের মধ্য দিয়ে বেঁচে রয়েছেন তাঁরা বাঙালির হৃদয়ে।
একজন হলেন সৌমিত্র চট্টোপাধ্যায় আর আরেকজন হলেন স্বাতীলেখা সেনগুপ্ত। দুজনে একসঙ্গে বেলাশেষে সিনেমায় অভিনয় করেছিলেন। তার ৭ বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বেলাশুরু। সিনেমা তো এই জুটিকে দেখা যাবে একসঙ্গে। শেষবার বড়পর্দায় জীবন্ত হয়ে উঠবেন সৌমিত্র এবং স্বাতীলেখা।
বেলাশেষের এই জুটি বাস্তবে আর না থাকলেও দর্শকের মনে বেঁচে রয়েছেন তাঁরা। সিনেমার প্রথম গান লঞ্চ হল গতকাল। অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেল অনুপমের গাওয়া বেলাশুরুর প্রথম গান।
গানটির নাম সোহাগে আদরে। গানটি মুক্তি পেতেই মানুষের ভালোবাসা পেয়েছে। ইতিমধ্যে ১ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। বলা যায় স্বাতীলেখা এবং সৌমিত্র চট্টোপাধ্যায়ই এই সিনেমার ইউএসপি। বেলাশেষের পর এই জুটিকে যে আবার দেখা যাবে জীবন্তভাবে তা কেউই ভাবতে পারেননি।
পর্দায় সৌমিত্র এবং স্বাতীলেখাকে জীবন্ত দেখে রীতিমতো কেঁদে ফেলেছেন দর্শকরা। এই দুই তারকা অজস্র অনুরাগী রয়েছেন। তারা সকলে শ্রদ্ধাঞ্জলি এবং ভালোবাসা জানিয়েছেন এই সিনেমার প্রতি এবং এই জুটির প্রতি।