সম্পর্কে আদৃতের পিসিমা সৌমিতৃষা! জানতেন উচ্ছেবাবুর এই সিক্রেট?

বাংলা দর্শকের কাছে আসল নামে নয়, ধারাবাহিকের চরিত্রের নামেই বেশি পরিচিত সৌমীতৃষা কুন্ডু। মোদক বাড়ির বৌমা বাস্তবে কার বাড়ির বৌমা হবে সে বিষয়ে দর্শকদের মনে কৌতূহলের অন্ত নেই। ফোনে কথা মনে করে রিল লাইফের জুটি মিঠাই সিদ্ধার্থ আসলে প্রেম করছে। কেউ কেউ আবার তাদের প্রেম দেখার জন্য বসে রয়েছে টিভির সামনেই।

তবে মিঠাই আসলে কাকে মন দিয়েছে? এই খবর পেতে এক বিশেষ সংবাদমাধ্যম যোগাযোগ করে অভিনেত্রীর সঙ্গে। সেই সাক্ষাৎকারে বিস্ফোরক বক্তব্য নায়িকার। সৌমি বলে দিয়েছেন বিয়ে করবেন না তিনি। আসলে মনে একটা ভয় কাজ করে তার। যার সঙ্গে প্রেম করবে সেই প্রেমিক যদি কথা দিয়ে শেষ মুহূর্তে কথার খেলাপ করে ফেলে তাহলে কী হবে?

তাই নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে নায়িকা। তাই নিজের পেশার সঙ্গেই প্রেম করে ফেলেছে সে। কারণ সৌমী মনে করে নিজের কাজকে ভালোবাসলে একদিন না একদিন তার ফল পাবেই। সেই প্রমাণও পেয়েছে মিঠাই ধারাবাহিক। এক বছরের মধ্যে বাংলার সেরা ধারাবাহিক হয়ে উঠেছে।

Adrit Roy

তবে নায়িকাকে নিয়ে এমন কিছু গুজব রটে যায় যা শুনে মাঝে মাঝে নায়িকা নিজেই অবাক হয়ে যায়। এই যেমন মাঝখানে রটেছিল এই ধারাবাহিকের অভিনেতা রাজীব নাকি বিয়ে করতে চায় সৌমীকে। সে হ্যাঁ বললে রাজি নায়ক। আমরাই এই সংক্রান্ত খবর আপনাদের প্রথম দিয়েছিলাম।

এই উত্তরে পাল্টা নায়িকা বলেছিল নিজের সব সহকর্মীদের সঙ্গে পেশাদারের মতোই আচরণ করে সে। তাই অভিনেতা আদৃত রায় আবার তাকে খেপিয়ে পিসিমা বলে ডাকে। মাঝে মাঝে আবার সলমন খানও বলে ফেলে।

You cannot copy content of this page