সাদামাটা অফিসে বসে বসে কাজ করছেন আমির খান তাও আবার কলকাতায়!কোনো শুটিং নয়,এটাই ঘটল শহরে

একটা সাদামাটা অফিসে বসে রয়েছেন অভিনেতা আমির খান। ভাবতেই অবাক লাগছে তাই না? যেখানে এত বড় সুপারস্টার তিনি সেখানে এমন টিমটিমে আলো জ্বলছে অফিসে? তাও আবার কম্পিউটারের সামনে বসে আছেন আমির খান? বিষয়টা সত্যিই অবাক করার মতো।

তবে তিনি আমির খান নন। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তবে সুপারস্টার এর সঙ্গে তাঁর লুক হুবহু মিলে গেছে। তারপরই ভাইরাল হয়েছে তাঁর কিছু ছবি।

কোনটা তিনি আর কোনটা আমির খান আলাদা করে চেনা মুশকিল। যুবকের নাম তাপস কুমার ধর। তিনি পরিচিত জুনিয়ার আমির খান নামে। খুব গভীরভাবে না দেখলে বোঝা মুশকিল যে তিনি আমির খান নন।

Amir Khan Amir Khan

বর্তমানে এই যুবক দাপিয়ে বেড়াচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। বন্ধুদের সঙ্গে হোলির ছবি, এছাড়াও নিজের অফিসে বসে ছবি ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Amir Khan Amir Khan

তাপস নিজে একটি পোস্টে বলেছেন তাঁকে লোকে আমির খানই ভাবেন কারণ তিনি আমির খানের মতোই দেখতে। অথচ বিষয়টা পুরোটাই কাকতালীয়ভাবে হয়েছে। রাজু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশকিছু তারকাদের মতো দেখতে সাধারণ মানুষের ছবি।

You cannot copy content of this page