আশ্চর্য,নুডলস দিয়ে স্কার্ফ বুনছেন এই মহিলা! মুহূর্তেই ভাইরাল ভিডিও

সত্যি বেশ অবাক করার মতো বিষয় এটি। নুডলস খাবার হিসেবেই আমরা জানি। কিন্তু এটা দিয়েও যে স্কার্ফ বোনা যায় তা আমাদের কল্পনাতীত। কারণ লম্বা লম্বা নুডলস দিয়ে যে সেলাই করা যায় সেটাই তো সাধারণভাবে আমাদের মাথায় আসবে না। এদিকে এই মহিলা সেটা করেই ভাইরাল হলেন সোশ্যাল মিডিয়ায়। মানুষ সোয়েটার বোনে সুতো দিয়ে। কিন্তু তিনি বুনলেন নুডলস দিয়েই।

ভিডিওটি মাত্র ৮ সেকেন্ডের। কিন্তু তাতেই কামাল হয়ে গিয়েছে। দেখা গেছে যে একজন মহিলা একটি বাটিতে সেদ্ধ করা নুডলস নিয়ে সেটা দিয়েই নাকি সেলাই করছেন। ওই মহিলা একটি বাটির সেদ্ধ করা নুডলস দিয়ে একটি স্কার্ফ তৈরি করছেন নিজের হতে বুনে। কিন্তু সবথেকে অবাক করে দেওয়া ব্যাপার হল সেই মহিলা সেলাই করার জন্য সুতো বা উল নয়, তিনি ব্যবহার করছে নুডলস খাওয়ার চপস্টিক। সম্পূর্ণই খাবারের জিনিস দিয়ে এভাবে যে বোনা সম্ভব সেটা সত্যি বিস্ময়ের ব্যাপার।

এই অবাক করা ভিডিওটি ভাইরাল হয়েছে টুইটারে। বহু মানুষ তাঁর প্রশংসা করেছে। এখনও পর্যন্ত সেই ভিডিওটি প্রায় ৭ মিলিয়নের বেশি লোক দেখে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্টও করছে অনেকেই। একজন আবার সেই ভিডিওতে কমেন্ট করেছে যে সেই মহিলার ২১ তোপের সালামি প্রাপ্য। আবার একজন লিখেছে যে সে যদি নুডলস দিয়ে এরকম বোনে তাহলে তাকে বাড়ি থেকে বের করে দেবে। সত্যিই এর জন্যে অনেক অধ্যবসায় দরকার।

You cannot copy content of this page