কাঁচা বাদামের সঙ্গে নাচ দ্য গ্রেট খালির! মজলেন নেটিজেন

ভুবন বাদ্যকর এখন সোশ্যাল মিডিয়াতে আর অজানা নাম নয়। এমনকি তার কাঁচা বাদাম সুরে নাচ করে আরও অনেকেই জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ বাদাম বিক্রেতার এ হেন জনপ্রিয়তা একেবারেই অবাক করার মতো। সেই সঙ্গে সেলেবরাও এবার মজেছে এই নাচের মধ্যে দিয়ে ভাইরাল হতে। এবার সেই তালিকায় শামিল হলেন দ্য গ্রেট খালি।

এবার এই গানে রিল ভিডিও তৈরি করলেন দ্য গ্রেট খালি‌। সেই ভিডিও আবার খালি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। রেসলিংয়ের দুনিয়ায় তাঁর দাপট অবাক করেছে গোটা পৃথিবীকে। আবার গ্ল্যামার দুনিয়াতেও তাঁর অবাধ আনাগোনা রয়েছে। এমনকি বিগ বসেও তিনি এসেছেন। আর এভাবেই তাঁর নাম আরও ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। নিজের ইনস্টাগ্রামে তিনি মাঝে মাঝেই ভিডিও এবং ছবি পোস্ট করেন। আর এই কাঁচা বাদাম ট্রেন্ড শুরু হতেই তাতে গা ভাসালেন খালি নিজেও। তবে একেবারে মাটিতে নেমে কোমর দোলাননি তিনি। বিছানায় শুয়ে শুয়ে হালকা নাচ করলেন তিনি।

গ্রেট খালির এই নাচ দেখে প্রশংসায় ভরে গিয়েছে তাঁর কমেন্ট বক্স। কেউ যে তাঁকে এই রূপে দেখবেন সেটা ভাবতে পারেননি। তাই সকলেই অবাক আর উৎসাহিত হয়েছে। এদিকে এই গানটির স্রষ্টা ভুবন ক্রমশই সাফল্যের চূড়ায় উঠছেন। এমনকী তাঁর সঙ্গে এখন সেলেবরাও নাচ করতে চাইছেন।

You cannot copy content of this page