‘আমি ছেড়ে দিই না’! ভাইরাল হতেই দাম বাড়িয়ে দিল মিষ্টি দিদি! স্মার্ট দিদি নন্দিনীকে গুনে গুনে টেক্কা
ভাইরাল হওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়েছেন স্মার্টদিদি নন্দিনী ওরফে মমতা গাঙ্গুলী। কখনও তাঁকে দেখা যায়, দোকানে আসা ইউটিউবারকে তাড়িয়ে দিচ্ছেন। কখনও দেখা যায় বাবার বয়সী ভদ্রলোকের গায়ে হাত তুলছেন। দিনরাত যেন ঝামেলা লেগেই থাকে তাঁর হোটেলে।
তবে বলা বাহুল্য, সোশ্যাল মিডিয়া থেকে শহরের পাইস হোটেলের বাজারে এককালে ঝড় তুলেছিলেন নন্দিনীদি। সর্বত্রই তুমুল চৰ্চার কেন্দ্রে ছিল তাঁর পাইস হোটেল। কিন্তু এবার নাকি নন্দিনীদিকে দশ গোল দেওয়ার লোক এসেছে বাজারে। পাইস হোটেলের বাজারে এসেছে নন্দিনীদি প্রতিযোগী। তাঁদের খাবারের রেট শুনলে তাজ্জব বনবেন আপনিও।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছেন আরও দুই দিদি। তারা নন্দিনীর ব্যাপারে শুনতেই জানান, “কে নন্দিনী দি? আমরা তাঁকে চিনি না। তাঁকে বলুন এসে আমাদের আশি টাকার মাংস ভাত খেয়ে যায় যেন।”
উল্লেখ্য, নন্দিনীদির পাইস হোটেলে যে পাঁঠার মাংসের থালির দাম ২২০ টাকা। তা এখানে মিলছে মাত্র আশি টাকায়! আজকের বাজারে মাত্র ৮০ টাকায় কি করে ব্যবসা করছেন দুজন? উত্তরে রান্না করতে করতেই ছোট বোনের দাবি, “লাভ-ক্ষতি জানি না। দিদি সবটা দেখে। দিদি বলেছে অত লাভ ক্ষতি ভাবতে হবে না। যা পারবি সেই দামেই লোককে খাওয়াবি।”
প্রসঙ্গত, ভাইরাল ভাতের হোটেলের মালকিন নন্দিনীর পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। বেঙ্গালুরুর এক হোটেলে চাকরিও করতেন নন্দিনী ওরফে মমতা। কিন্তু করোনার সময়ে বাবা-মার সঙ্গে এই দোকান চালানোর স্বপ্ন নিয়ে সব ছেড়ে কলকাতা চলে আসেন। যদিও সূত্রের দাবি দোকানটি তাঁদের নিজের নয় ভাড়ার। দিদির স্বপ্ন, দোকান চালিয়ে টাকা জমিয়ে নিজেদের রেস্তোরাঁ তৈরি করবেন তিনি।