ভাইরাল হওয়ার তাগিদে এবার মধ্যপ্রদেশ উঠে এলো আলোচনায়। এতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল কাঁচা বাদাম। তবে এবার বালাম থেকে সরে গেল জনতা। এবার ভিড় লাড্ডুর দিকে।
এবার মধ্যপ্রদেশের এক শিল্পী ভাইরাল হলেন। সিবনি জেলার একটি গ্রামে সাইকেলে ঘুরে ঘুরে কাল্লু কেবট নামের এক যুবক লাড্ডু বিক্রি করছেন। আর তার সঙ্গে অদ্ভুত ছন্দে দারুণ গান বেঁধে তা গাইছেন। মিথিলেশ ধর নামে এক ব্যক্তি সেই ভিডিও শেয়ার করেছেন। এক মিষ্টি বিক্রেতার কন্ঠ এত মধুর হতে পারে তা চাক্ষুষ অনুভব করার জন্য সেই ভিডিও দেখতে তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনুরোধ করেছেন বারবার।
क्या गजब का वीडियो है। मध्य प्रदेश के सिवनी जिले के कल्लू केवट का लड्डू बेचने का अनोखा अंदाज देखकर आप मंत्रमुग्ध हो जाएंगे। एक बार नहीं, बार-बार देखेंगे यह वीडियो। #Sankranti2022 #Sankranti pic.twitter.com/bwd6QMYaES
— Bhadohi Wallah (@Mithileshdhar) January 15, 2022
মিষ্টি বিক্রেতা কাল্লু নিজেই সেই গান রচনা করেছেন এবং গেয়েছেন। আর সেই মিষ্টি গানেই তিনি মন মাতিয়েছেন নেটিজেনদের। সেই গান গেয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করছেন লাড্ডু। কাচা বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের গান রেকর্ড করে বিদেশি সঙ্গীত পরিচালক পুরো টাকাটাই তাঁকে দিতে চেয়েছেন। এবার তার মতই প্রতিষ্ঠা কি পাবেন কাল্লু?