সঞ্জয় চক্রবর্তীর (Sanjay Chakraborty) গ্রেফতারির পর তৃণমূল নেতা কুণাল ঘোষ বাংলা সঙ্গীত শিল্পীদের প্রতি খোঁচা দিয়েছেন। সঞ্জয়, পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই, ১৬ বছরের এক নাবালিকাকে যৌ’ন হেনস্থার অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার হয়েছেন। অভিযোগকারীদের দাবি, সঞ্জয় গান শেখানোর নামে ওই ছাত্রীকে শো’ষণ করেছেন। সঞ্জয়ের গ্রেফতারির পর কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, “এবার কি অরিজিৎ, শ্রেয়া, অভিজিৎরা মুখ খুলবেন?”
সঞ্জয়ের গ্রেফতারির পর খোঁচা দিলেন কুনাল!
তিলোত্তমা কাণ্ডের সময় যখন শিল্পীরা প্রতিবাদী সুরে সরব হয়েছিল, কুণাল ঘোষ সেই স্মৃতির কথা তুলে, এ সময়ের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, “তিলোত্তমা কাণ্ডে তারা যে জাগ্রত হয়েছিল, এবার কি তারা গান বাঁধবে? কি তারা সিলেক্টিভ বিপ্লবী?” কুণাল ঘোষ স্পষ্টতই সঙ্গীত শিল্পীদের নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
এবারের ঘটনাটি আরো গুরুতর, যেখানে সঞ্জয় চক্রবর্তীর বিরুদ্ধে ১৬ বছরের নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই অভিযোগ জানানো হয়েছিল গত অগস্ট মাসে। এরপর সঞ্জয় মুম্বই পালিয়ে গিয়েছিলেন, তবে রবিবার তাকে গ্রেফতার করা হয়। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনা শিল্পীদের মধ্যে কি কোনো প্রতিক্রিয়া তৈরি করবে?
কুণাল ঘোষ একদিকে যেমন শিল্পীদের সমালোচনা করছেন, অন্যদিকে তাদের নীরবতা নিয়ে সমাজের কিছু অংশে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তিনি আরও যোগ করেছেন, “বাংলায় কিছু ঘটলে প্রতিবাদ জানানো হয়, কিন্তু বৃহত্তর মিডিয়া এবং বলিউডে কোনো সমস্যা হলে, কি শিল্পীরা সেই প্রতিবাদে সরব হবেন?”
আরও পড়ুন: টিআরপিতে অবিশ্বাস্য কান্ড! সবাইকে হারিয়ে বিরাট চমক দিল জগদ্ধাত্রী, নায়িকার মৃ’ত্যুতেই কামাল ধারাবাহিকের
এখন দেখার বিষয়, সঞ্জয় চক্রবর্তীর গ্রেফতারির পর শিল্পীরা এই ঘটনাতে কীভাবে প্রতিক্রিয়া জানান। তিলোত্তমা কাণ্ডের পর তাদের প্রতিবাদী গান অনেকের কাছেই প্রশংসিত হয়েছিল, কিন্তু এবার কি তারা এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন?