টিআরপি তালিকায় জি বাংলা (Zee Bangla ) ও জলসার (Star Jalsha) তুমুল লড়াই চলে। এই আজ জি বাংলার একটি ধারাবাহিক এগিয়ে যাচ্ছে, তো কাল সেই ধারাবাহিককে ধাওয়া করছে জলসার ধারাবাহিক। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সেই লড়াইয়ের ফল প্রকাশিত হয়। আর এই টিআরপি তালিকার ভিত্তিতেই যে বর্তমান সময়ে বাংলা ধারাবাহিকের গুণমান নির্বাচন করা হয়।
বলাই বাহুল্য, চ্যানেল এবং প্রত্যেকটি ধারাবাহিকের পাখির নজর থাকে টিআরপির নম্বরের দিকে। আসলে ভালো নম্বর করলেই যে ধারাবাহিক চলবে আর পারফরম্যান্স খারাপ হলেই ধারাবাহিক বন্ধ। আর সেই কারণেই প্রত্যেকটি ধারাবাহিক টিআরপিতে ভালো নম্বর পাওয়ার জন্য চেষ্টা করে। সাম্প্রতিক সময়ে টিআরপি কমের কারণে বন্ধ হয়েছে একাধিক ধারাবাহিক। তার যথার্থ উদাহরণ ডায়মন্ড দিদি জিন্দাবাদ।
একটা সময় বাংলা টেলিভিশনের টিআরপি তালিকা কাঁপাতো জি বাংলার জগদ্ধাত্রী। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সঙ্গে দারুণ টক্কর হত এই ধারাবাহিকের। বেশ কয়েক সপ্তাহ টানা টিআরপি টপ করার রেকর্ডও রয়েছে জগদ্ধাত্রীর ঝুলিতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক। প্রথম স্থান দখল করেছে জি বাংলার ফুলকি।
পরবর্তীতে জি বাংলার ফুলকি, নিম ফুলের মধু, কোন গোপনে মন ভেসেছে, কথা, গীতা এলএলবি একাধিক ধারাবাহিক বাঙালি দর্শকদের ভীষণ প্রিয় উঠেছিল। এই সপ্তাহেও টিআরপি তালিকায় টপ করেছে জি বাংলার ফুলকি। কিন্তু সবাইকে চমকে দিয়ে চলতি সপ্তাহে টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রী। আর যা রীতিমতো অবাক করেছে বাঙালি দর্শকদের।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা
1st •• ফুলকি 7.7
2nd •• জগদ্ধাত্রী 7.0
3rd •• গীতা LLB 6.7
4th •• নিম ফুলের মধু, কথা 6.6
5th •• কোন গোপনে মন ভেসেছে 6.4