সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডল একটি বিতর্কিত এবং বহুচর্চিত নাম। গান গেয়ে ভাইরাল হওয়ার বদলে নিজের যে কোনো বক্তব্য অথবা ভিডিওর মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় রানু। তুই এত সংগীতশিল্পী লতামঙ্গেসকার কে নিয়ে এবার এক বিতর্কিত মন্তব্য করে নেট মাধ্যমে ভাইরাল হয় রানু। তার বক্তব্য এতটাই ক্ষুব্ধ করেছে সাধারণ মানুষকে যে তাকে ঘিরে ছি ছি রব উঠেছে নেট দুনিয়ায়।
৬ই ফেব্রুয়ারী রবিবার প্রয়াত হয়েছেন লতাজি। সেই কবরে রীতিমতো ভেঙে পড়েছে বলিউডসহ গোটা সঙ্গীত দুনিয়া। তাঁর প্রয়ানে চোখের জলে গায়িকাকে বিদায় জানিয়েছে গোটা দেশ। তবে তিনি যে গানের মধ্যে দিয়েই অমর থাকবেন যুগ যুগ ধরে এমনটাই বলছে সকলে। এদিকে আবার রানু মন্ডলের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যেখানে সে বলছে যে ‘সবই ওপর ওয়ালার ইচ্ছা। সবাইকেই তো এক দিন না একদিন চলে যেতেই হয়। এতে খারাপ লাগার বা কষ্ট পাওয়ার কিছুই নেই। লতা মঙ্গেশকর মারা গিয়েছেন ভালোই হয়েছে’। এই ভিডিওকে ঘিরে এখন উত্তাল নেটিজেনরা।
প্রসঙ্গত রানু মন্ডল লতাজির গাওয়া গান গেয়েই প্রথম ভাইরাল হয়েছিল। রানাঘাট স্টেশন থেকে এক যুবক তাঁকে খুঁজে পায়। কিন্তু সেই মহান সুর সম্রাজ্ঞীকে ঘিরে এমন মন্তব্য শুনে রানু মন্ডল এর উপর ক্ষেপে গিয়েছে সাধারণ মানুষ। অবশ্য রানু মন্ডল তার এই বক্তব্যের মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছে তা স্পষ্ট নয়। লতাজির মৃত্যুর ব্যাপারে রানু মন্ডলের মতামত জানতে চাওয়া হয়েছিল। তারপরই এমন উত্তর আসে তার তরফ থেকে।