কাঁচা বাদাম অতীত, এবার বাজারে এল শোনপাপড়ি গান! তুমুল ভাইরাল শোনপাপড়ি বিক্রেতা
গত বছর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। সাধারণ একজন বাদাম বিক্রেতা থেকে আজ তিনি সেলিব্রিটি হয়ে উঠেছেন। তারপর তাঁর কাছে এসেছে নানা কাজের সুযোগ। এমনকি তিনি এও বলে দিয়েছেন যে তিনি আর বাদাম বিক্রি করবেন না। এবার শুধুই গান গাইবেন। এসবের পাশাপাশি এবার ধীরে ধীরে আলোচনায় আসতে শুরু করেছেন এক শনপাপড়ি বিক্রেতা। কে তিনি?
গোপাল দাস নামক এক ব্যক্তি বাদাম কাকুর মত ঘুরে ঘুরে বিক্রি করছেন শনপাপড়ি। রাস্তায় রাস্তায় গাঙ্গে ঘুরে ঘুরে তিনি বিক্রি করছেন শনপাপড়ি।
“সনপাপড়ি দাদা সনপাপড়ি, আমার কাছে আছে সনপাপড়ি। বই-খাতা, শিশি-বোতল, ভাঙা মোবাইল, ঘড়ি দিলে তার বদলে দি সনপাপড়ি, যে খাবে একবার সে খাবে বারবার”- ঠিক এই কথাগুলি দিয়ে বানানো গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবার কাঁচা বাদামের মত শনপাপড়িও ধীরে ধীরে ভাইরাল হচ্ছে। নেটিজেনদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এই গানটি। তাহলে কি বাদামের প্রতিদ্বন্দী চলে এলো বাজারে?
অনেকে বলছেন একই ধরনের দুটি গান একই সময়ে ভাইরাল হতে পারে না। কারণ দুটো গানই কিছু জিনিস বিক্রি করার সময় গাওয়া হয়েছে। অনেকের বক্তব্য, গানের কথাগুলো অনেকটা কাঁচা বাদাম থেকে নকল করা হয়েছে। দেখার পালা কাঁচা বাদাম নাকি শনপাপড়ি মানুষ কোনটি বেশি খেতে পছন্দ করছে।