প্রতি সপ্তাহের মতোই টিআরপি (TRP) তালিকা প্রকাশ মানেই ছোটপর্দায় নতুন উত্তেজনা। কোন ধারাবাহিক দর্শকের মন জিতল, আর কোন গল্প পিছিয়ে পড়ল সেই হিসেবেই বদলে যায় টেলিভিশনের সমীকরণ। জানুয়ারির তৃতীয় সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হতেই স্পষ্ট হয়ে গেল একটি বিষয় যে এই মুহূর্তে ছোটপর্দায় কার্যত একচ্ছত্র দাপট দেখাচ্ছে স্টার জলসা (Star Jalsha)! সোমবার, ১৯ জানুয়ারি প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সেরা পাঁচে জায়গা করে নেওয়া অধিকাংশ ধারাবাহিকই স্টার জলসার, যেখানে জি বাংলা (Zee Bangla) প্রায় কোণঠাসা!
এই সপ্তাহে টিআরপির শীর্ষে উঠে এসেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)। ধারাবাহিকটি পেয়েছে চোখ ধাঁধানো ৮.০ নম্বর। রহস্য, বুদ্ধিদীপ্ত গল্প এবং কেন্দ্রীয় চরিত্রের শক্তিশালী উপস্থিতি দর্শকদের টানছে প্রবলভাবে। শুরু থেকেই ব্যতিক্রমী কনসেপ্টের জন্য আলোচনা তৈরি করা এই ধারাবাহিকই এখন ছোটপর্দার নতুন রাণী। দ্বিতীয় স্থানে রয়েছে একই চ্যানেলের আরও এক জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), ৭.৭ নম্বর নিয়ে।
সাধারণ মানুষের ন্যায়ের লড়াই, সমাজের অন্ধকার দিক তুলে ধরার ভঙ্গি মিলিয়ে এই গল্প এখনও দর্শকদের কাছে ভীষণ প্রাসঙ্গিক। তার পরেই তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৭.৪ নম্বর নিয়ে। আবেগ, পারিবারিক টানাপোড়েন, রাঙামতির সাহসী লড়াই এই ধারাবাহিককে টিআরপির দৌড়ে এগিয়ে রেখেছে। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার একমাত্র প্রতিনিধি ‘পরিণীতা’ (Parineeta), ৭.২ নম্বর নিয়ে। শক্ত অবস্থান বজায় রাখলেও, সেরা তিনে ঢুকতে না পারায় বোঝাই যাচ্ছে, এই সপ্তাহে জি বাংলার দাপট অনেকটাই কম।
অন্যদিকে, পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ (O Mor Dordiya), ৭.০ নম্বর পেয়ে। আবেগপ্রবণ গল্প আর সম্পর্কের জটিলতা এই ধারাবাহিককেও দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে জি বাংলার ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo)। ধারাবাহিকটি পেয়েছে ৫.২ নম্বর। যদিও সেরা পাঁচে জায়গা হয়নি, তবু ধীরে ধীরে দর্শকের নজরে আসছে এই গল্প। সব মিলিয়ে জানুয়ারির তৃতীয় সপ্তাহের টিআরপি রিপোর্ট বলছে একটাই কথা, এই মুহূর্তে স্টার জলসাই ছোটপর্দার নিয়ন্ত্রণে।
আরও পড়ুনঃ “শেষ নিশ্বাস অব্দি তোমার হাতটাই ধরে রাখতে চাই…সিঁথিতে সিঁদুর নিয়েই যেন শেষ যাত্রা হয়!” প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী রুবেলকে নিয়ে আবেগঘন শ্বেতা ভট্টাচার্য! উদযাপনে রয়েছে কী বিশেষ চমক?
আর জি বাংলাকে ফের লড়াইয়ে ফিরতে হলে বড় চমক দিতেই হবে। তবে, এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 3nd Week of Jan | 19th Jan | Thrusday | BT •• প্রফেসর বিদ্যা ব্যানার্জি 8.0
2nd •• পরশুরাম: আজকের নায়ক 7.7
3rd •• রাঙামতি তীরন্দাজ 7.4
4th •• পরিণীতা 7.2 (জি বাংলা)
5th •• ও মোর দরদিয়া 7.0
Trending ••
কনে দেখা আলো 5.2 (জি বাংলা)






