মাকে ঘিরেই সায়কের জীবন, বাবার ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন নেটদুনিয়ায়! ভ্লগে সব জায়গায় মা আর দাদা কিন্তু বাবা কোথায়? ‘বাবাকে ইচ্ছাকৃত অপমান, অবজ্ঞা!’ অভিনেতা-ইউটিউবারের ব্যবহারে ক্রুদ্ধ নেটিজেনরা

নতুন প্রজন্মের অভিনেতা তথা ইউটিউবার (YouTuber), একাধিক পরিচয়ে পরিচিত ‘সায়ক চক্রবর্তী’ (Sayak Chakraborty) এখন নেটদুনিয়ায় একটি চর্চিত নাম। সদ্য বিবাহ-বিচ্ছেদ হওয়া, দাদা সব্যসাচী চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী সুস্মিতা রায়-কে ঘিরে আগেও বহু বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। তবে এবার ভাইরাল এক ভ্লগকে (Vlog) কেন্দ্র করে ফের বিতর্কের মুখে পড়েছেন সায়ক। বাড়ি তৈরির খবরে যত না বাহবা এসেছে, তার থেকেও বেশি প্রশ্ন উঠেছে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে— বিশেষ করে বাবার সঙ্গে।

নতুন বাড়ি বানানোর কাজ শুরু করেছেন চক্রবর্তী। বাইপাসের ধারে কেনা জমিতে ইতিমধ্যেই ফাউন্ডেশনের কাজ চলছে। সেই নির্মাণযজ্ঞ নিয়েই একের পর এক ভিডিও দিচ্ছেন সায়ক। মা, দাদা, এমনকি বন্ধুদেরও দেখা যাচ্ছে সেখানে। কিন্তু যাঁর উপস্থিতি একেবারেই নেই, তিনি সায়কের বাবা। ঠিক এখান থেকেই দর্শকদের কৌতূহল শুরু। ভ্লগে মায়ের প্রশংসায় পঞ্চমুখ সায়ক, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাঁর জড়িয়ে থাকা চোখে পড়ে। অথচ বাবাকে যেন পাত্তাই দেন না তিনি!

ভিউয়ারদের অনেকেই প্রশ্ন তুলেছেন— বাবা কি শুধুই বাড়ির কুকুর দেখার লোক? পরিবারের সিদ্ধান্তে তাঁর কোনও স্থানই নেই? এত বড় পদক্ষেপে, যেখানে নতুন বাড়ি বানানো হচ্ছে, সেখানে একবারও বাবার নাম উঠে এল না— কেন? কেউ কেউ সরাসরি অভিযোগও করছেন, সায়ক ইচ্ছা করে বাবাকে উপেক্ষা করেন। তবে এসব বিতর্ক নতুন নয়। এর আগেও একাধিকবার ভ্লগে সায়ক ইঙ্গিত দিয়েছেন তাঁদের বাবা ছোটবেলায় খুব একটা দায়িত্ববান ছিলেন না।

সংসারের চাপ, দুই সন্তানের প্রতিটি মুহূর্তের লড়াই— সবটাই সামলেছেন মা। গয়না বিক্রি থেকে শুরু করে স্কুল ফি মেটানো, হাসপাতালের দৌড়ঝাঁপ— সব কিছুতেই মায়ের অবদানই বেশি বলে জানিয়েছেন সায়ক। তাঁর মতে, সেই অভিজ্ঞতাই তাঁদের পারিবারিক বন্ধনে একতরফা আবেগ তৈরি করেছে— যেখানে ‘বাবা’ নেপথ্যে রয়ে গেছেন চিরকাল। ভ্লগে বাবাকে দেখা যায় না, কারণ তিনি নাকি নিজেই ক্যামেরার সামনে আসতে চান না।

আরও পড়ুনঃ পর্দায় ‘শেফ’ ভূমিকায় জনপ্রিয় ধারাবাহিকের নায়ক, বাস্তবে এবার অশ্লী’ল ভিডিও ভাইরাল! এদিকে সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন, ভিডিও ক্লিপ ঘিরে অভিনেতার বিরুদ্ধে অভিযোগের ঝড়! ভিডিও কেলেঙ্কারিতে নেটপাড়ার ছিছিক্কার!

তবে দর্শকদের একাংশ মনে করেন, ক্যামেরার আড়ালেও তাঁর মতামতের কোনও মূল্য নেই বলেই হয়তো তাঁকে নিয়ে একটিও শব্দ খরচ করেন না সায়ক। এই সমালোচনার মাঝেও কেউ কেউ সায়কের পাশে দাঁড়িয়েছেন। তাঁরা মনে করছেন, সায়ক নিজের অভিজ্ঞতা থেকেই এমনটা করছেন। আর ব্যক্তিগত যন্ত্রণার প্রকাশও একেকজনের আলাদা হতে পারে। তবে একথা অস্বীকার করার উপায় নেই, ভ্লগে পরিবারের প্রত্যেক সদস্যের জায়গা থাকলেও, বাবার অনুপস্থিতি বরাবর চোখে পড়েছে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।