দীর্ঘ লড়াই শেষ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়!

আজ 15 ই ফেব্রুয়ারি সুরের আকাশ থেকে খসে পড়ল আর একটি তারা। কয়েকদিন আগেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন ভারতরত্ন কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকর। আর আজ কিছুক্ষণ আগে সবাইকে ছেড়ে চলে গেলেন বাংলার অন্যতম সেরা গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90।

দীর্ঘদিন ধরে হাসপাতালে যমে মানুষে টানা টানি চলছিল। তবে আজ আর শেষ রক্ষা হল না।দীর্ঘ লড়াইয়ের পর আজ চির নিদ্রায় গেলেন সকলের প্রিয় গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ সকাল থেকেই তার অবস্থার অবনতি ঘটে। বিকাল বেলায় চিকিৎসকরা জানান মর্মান্তিক খবর।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংগীত জগতে।বাংলা সংগীত জগত এখনো বিশ্বাসই করতে পারছেন না যে সন্ধ্যা মুখোপাধ্যায় আর কোনোদিনও ফিরবেন না।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল সকাল থেকেই তার শরীর খারাপ হতে শুরু করে। পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন গীতশ্রী। সকাল থেকে তার রক্তচাপের মাত্রা ওঠা-নামা শুরু করে।ভেসোপ্রেশার সাপোর্টে রাখা হয়েছিল তাকে। পেটের ব্যথার জন্যও তার চিকিৎসা চলছিল। তবে শেষ রক্ষা হল না। সুর সম্রাজ্ঞীর মত আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন গীতশ্রী।

You cannot copy content of this page