জি বাংলার (Zee Bangla) ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Veseche) ধারাবাহিকে আগেই চিতা বাঘের হানায় দর্শক উত্তেজিত হয়েছিলেন। এবার সেই ধারাবাহিকেই নতুন রহস্য! নায়ক রণজয় বিষ্ণুর ঘরে পাওয়া গেল রক্তের দাগ। এই ঘটনায় চমকে গিয়েছে গোটা ইউনিট। এমনকি ঘটনার ভিডিওও ভাইরাল হয়ে গেছে সমাজমাধ্যমে। অনেকেই ভাবছেন, ধারাবাহিকের শুটিং কি বাস্তবেও ভয়ঙ্কর রূপ নিয়েছে?
তবে এই রক্তের রহস্যের আসল কারণ জানলে অবাক হতে হয়। নায়কের পর্দার বাবা অনিমেষ ভাদুড়ি বিষয়টি ফাঁস করেন। রণজয় জানান, প্রতিদিন শুটিং সেটে তাঁর পছন্দের পানীয়— আপেল, বিট, গাজর ও কারিপাতা দিয়ে তৈরি রস— খেতে বসেছিলেন। হঠাৎ সেই পানীয় উল্টে যায়, যা দেখে রক্তের দাগ মনে হয়েছিল। তাঁর কথায়, “আমাদের ধারাবাহিকে রক্তের যে রং ব্যবহার হয়, তার থেকেও বেশি বাস্তব মনে হচ্ছিল।”
এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর রণজয় মজা করে পোস্ট করেন, “রক্ত ও রণজয়।” যদিও এই পানীয় নষ্ট হওয়ায় তাঁর মন খারাপ হয়েছিল। তিনি বলেন, “সকালবেলা এমন কিছু ঘটলে মন সত্যিই খারাপ হয়ে যায়।” তাঁর প্রাতরাশে এই পানীয় ছাড়াও ঘি-কফি, ওটমিল ইত্যাদি থাকে।
রণজয়ের পছন্দের ঘি-কফি এখন সেলেবদের মধ্যে জনপ্রিয়। তাঁর মতে, “ঘি-কফির একটা নোনতা স্বাদ আছে যা খুব ভালো লাগে। তবে ঘি অবশ্যই খাঁটি হতে হবে।” নিজের স্বাস্থ্য ধরে রাখতে প্রতিদিন কড়া ডায়েট ও ব্যায়াম করেন তিনি।
এই ঘটনা এবং ভাইরাল ভিডিও দর্শকের আগ্রহ আরও বাড়িয়েছে। রহস্যময় এই ধারাবাহিকের প্রতি মানুষের কৌতূহল যেন থামছেই না।
View this post on Instagram