রোগা কালো দেখতে ভালো নয়, এই চেহারা নিয়ে নায়ক হবে কি করে? অভিনয় করতে এসে নিদারুণ কটাক্ষের মুখে পড়েছিলেন সৌরভ চক্রবর্তী!

আজ থেকে ৫-৭ বছর আগে বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দা কাঁপিয়েছিলেন এই সমস্ত নায়করাই। একের পর এক হিট সিরিয়াল করে বাজিমাত করেছিলেন তারা। তাদের মধ্যে অনেকে অবশ্য ফিরছেন নতুন ধারাবাহিক নিয়ে আবার অনেকেই আর ফেরেননি ধারাবাহিকের দুনিয়ায়। ব্যস্ত হয়ে পড়েছেন অন্যান্য কাজে।

যদিও সেই প্রাক্তন অভিনেতাদের কিন্তু বেশ মিস করেন বর্তমান বাঙালি দর্শকরা। সেই সমস্ত অভিনেতাদের আবারও ছোট পর্দায় ফিরে পেতে চান দর্শকরা। আর সেই রকমই একজন অভিনেতা হলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। ২০১১ সালে সানন্দা টিভিতে সম্প্রচারিত সবিনয় নিবেদন ধারাবাহিকে এক মারোয়াড়ি মেয়ে এক বাঙালি ছেলের বিয়ের গল্প ফুটে উঠেছিল‌। আর এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার টিভির পর্দায় আসেন সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকার।

Bengali actor Bengali actor

এই ধারাবাহিক থেকেই শুরু হয় তাদের প্রেমের যাত্রা। অচিরেই বিয়ে করেন দুজনেই। দাম্পত্য জীবন সুখের হলেও কিছু কারণবশত ভেঙে যায় সম্পর্ক। দুজনের পথ এখন আলাদা। সিরিয়াল পেরিয়ে ওয়েব সিরিজ, সিনেমা দুনিয়ার জনপ্রিয় নায়িকা এখন মধুমিতা। অন্যদিকে বলা যায় অভিনয়ের থেকে পরিচালনাতে বেশি ব্যস্ত এখন সৌরভ। নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তার।

আরও পড়ুনঃ দারুণ সুখবর! ফের একবার ছোটপর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

বধূ কোন আলো লাগলো চোখে, মেম বউ একাধিক ধারাবাহিকে অভিনয়ের সূত্রে সৌরভ দর্শকদের ভীষণ কাছের। তার পরিণত অভিনয় আকৃষ্ট করে দর্শককে। ছোট থেকেই শিল্পের প্রতি এক আলাদা ঝোঁক ছিল সৌরভের। চাইতেন অভিনয় করতেন। কিন্তু চাইলেই তো আর সব হয়না। তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল সমালোচনা।‌ অভিনয় আসার আগে অনেকের অনেক কথা শুনতে হয় তাকে। গায়ের রং থেকে শরীরের গড়ন সব নিয়েই কটাক্ষের মুখে পড়েন এই অভিনেতা। যদিও তিনি একের পর এক কাজের সুযোগ পেয়ে যান। ছোট পর্দায় এই অভিনেতা ফের ফিরলে কেমন হয়?

You cannot copy content of this page