টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Sinha Roy)। একাধিক মেগা ও সিরিজে কাজ করার পর বর্তমানে মুম্বাইতে পাড়ি জমিয়েছেন তিনি। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানের হাজার পর্বের সেলিব্রেশনে উপস্থিত হয়েছিলেন দেবচন্দ্রিমা। অতীতের লড়াই, বর্তমান কাজ, মুম্বাইয়ের জার্নি শোনালেন অভিনেত্রী।
“লড়াই করতে না পেরে বাবা সু’ইসাইড করেছিল”: দেবচন্দ্রিমা
সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন তিনি ছোটবেলা থেকেই মাকে দেখেছেন আত্মনির্ভরশীল হয়ে উঠতে। অভিনেত্রীর বাবা লড়াই করতে না পেরে সুইসাইড করেছিল। আর তারপর থেকেই তিনি মাকে একা হাতে সবটা লড়ে সামলে নিতে দেখেছেন। অভিনেত্রী বললেন, তাঁর মা বলতেন, “দেওয়ালে পিঠ না ঠেকে যাওয়ার আগে, মায়ের কাছে আসবে না।”
অভিনেত্রীর কথায়, আমি অনেক ছোটবেলা থেকে নিজের দায়িত্ব নেওয়া শিখে গিয়েছি। আত্মনির্ভর হয়ে ওঠার মর্যাদা বুঝতে পেরেছি। অনেক কম বয়সেই ম্যাচিউরিটি এসে গিয়েছে। টলিউডে ছয় বছর কাজ করার অভিজ্ঞতা নিয়ে মায়ানগরীতে পা রেখেছেন দেবচন্দ্রিমা সিংহ রায়। অভিনেত্রী বললেন, সেখানে তিনি বন্ধু বানাতে যাননি। তাঁর ফোকাস খুব ক্লিয়ার।
দেবচন্দ্রিমার কথায়, তাঁর বন্ধু হতে গেলে মানুষকে অন্তত তিন থেকে চার বছর বিনা অ্যাটাচমেন্টে থাকতে হবে। তিনি যে কোন মানুষকে বন্ধু বানান না। নিজের সিক্স সেন্সের উপর ভরসা রাখেন টলিউডের ‘পরিণীতা’। তবে লক্ষ্য তার কাজ। তিনি আরো ভালো ভালো কাজ করতে আগ্রহী। তিনি স্পষ্ট জানালেন, সেটাই লক্ষ্য সেটাই বাঁচার রসদ।
আরও পড়ুন: জমজমাট রাঙামতি! একলব্যের জীবন বাঁ’চিয়ে ষ’ড়যন্ত্রের জালে রাঙামতি! শুরু নতুন ল’ড়াই
মুম্বাইতে একেবারে শূন্য থেকে শুরু করেছেন তিনি। টলিউডের ছয় বছরের কাজের অভিজ্ঞতা আছে। কিন্তু মুম্বাইতে পা রেখেছে সেই প্রথম জীবনের লড়াকু দেবচন্দ্রিমা। প্রথম প্রথম কলকাতা ছেড়ে মুম্বাই গিয়ে ভালো লাগেনি। কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠেছেন। টলিউডের একটি নতুন কাজের আভাস দিলেন। মুম্বাইতেও খুব শীঘ্রই নতুন কাজে দেখা যাবে তাঁকে।