‘ভাবখানা এমন যেন ওই রোশনাই হয়ে ধারাবাহিক হিট করিয়েছে’ রোশনাই হয়ে ফিরতেই কটাক্ষের মুখে কনফিডেন্ট তিয়াসা

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল রোশনাই (Roshnai)। ধারাবাহিক শুরু হয় অভিনেত্রী অনুষ্কা গোস্বামী (Anushka Goswami) এবং অভিনেতা শন ব্যানার্জির (Sean Banerjee)-এর জুটির হাত ধরে। তবে বর্তমানে ধারাবাহিক ছেড়েছেন অনুষ্কা। রোশনাই চরিত্রে ফিরেছেন টলিপাড়ার নামকরা অভিনেত্রী তিয়াসা লেপচা (Tiyasa Lepcha)

‘রোশনাই’ চরিত্রে অভিনয় করতে কেমন লাগছে তিয়াসার?

এর আগে টেলিভিশনের বেশ কিছু নামকরা মেগা সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তিয়াসা কে। অভিনেতা নীল ভট্টাচার্যের বিপরীতে একদা কৃষ্ণকলি ধারাবাহিকে দাপুটে অভিনয় করেছেন তিয়াসা। প্রায় ৪ থেকে সাড়ে চার বছর ধরে টেলিপর্দায় সম্প্রচারিত হতে দেখা যায় এই ধারাবাহিক। এরপর স্টার জলসাতেও কাজ করেছেন তিনি।

স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে ফের নীল ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেছেন তিয়াসা লেপচা। এই ধারাবাহিকটিও জলসা পর্দায় কামাল করেছে। তবে তারপর থেকে নতুন কোন সিরিয়ালে ফিরতে দেখা যায়নি তিয়াসাকে। ফের জলসার হাত ধরেই রোশনাই চরিত্রের নতুন মুখ হলেন তিনি।

বর্তমানে তিনি অভিনয় করছেন শন ভট্টাচার্যের বিপরীতে। নতুন সিরিয়ালে কাজ করার অভিজ্ঞতা কেমন? সাম্প্রতিক সাক্ষাতকারে অভিনেত্রী বললেন, রোশনাই চরিত্রে অভিনয় করতে দারুন লাগছে। আসার পর থেকেই শনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। খুব তাড়াতাড়ি সবটা সহজ করে নিয়েছেন তারা। এখন কিছু ভুল ভ্রান্তি হলে শন ধরিয়ে দেন।

আরও পড়ুন: আদৃতের মনের দোটানা, শুভলক্ষ্মী না জিনিয়া? শুভকে মনের কথা বলবে কবে আদৃত? বাড়ছে উত্তেজনা

নিজের নতুন চরিত্র নিয়ে কনফিডেন্ট অভিনেত্রী তিয়াসা। বললেন রোশনাই এবং আরণ্যকের জুটি হিট হবেই। রোশনাই ছাড়া আর দ্বিতীয় কোন কথা নয়। অভিনেত্রীর প্রশংসা শোনা গেল ‘আরণ্যক’ তথা শনের মুখেও। আগামী দিনে এই ধারাবাহিক দর্শকদের জন্য একাধিক চমক আনবে। বিশ্বাসী শন ও তিয়াসা।