আলো, আনন্দ আর ভালোবাসার উৎসব দীপাবলি। এই উৎসবে নিজের মতো করে ভালোবাসার রঙ ছড়ালেন টলিউড অভিনেত্রী অহনা দত্ত। মেয়ে মীরা-র জন্মের পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। প্রায়ই পরিবারের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। এই বছর দীপাবলিতেও তার ব্যতিক্রম ঘটল না। তবে এই উৎসবের আনন্দের মধ্যেই শুরু হল বিতর্ক। কারণ—অহনার এক ভিডিও, যেখানে হাতে রংমশাল নিয়ে তিনি স্বামী দীপঙ্কর রায়-এর ঠোঁটে ডুব দিয়েছেন!
ভিডিয়োটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, দীপাবলির রাতে এক হাতে রংমশাল জ্বালিয়ে অন্য হাতে জড়িয়ে ধরেছেন স্বামীকে, আর পরের মুহূর্তেই দু’জনের ঠোঁট মিশে গেছে একে অপরের সঙ্গে। আলোয় ঝলমলে এই দৃশ্যকে কেউ দেখেছেন রোম্যান্সের রঙে, আবার কেউ দেখেছেন সীমা ছাড়ানো খোলামেলা ভাব হিসেবে। অনেকেই মন্তব্য করেছেন, “প্রকাশ্যে চুমু খেলেই কি প্রমাণ হয় ভালোবাসা?” আর কেউ লিখেছেন, “সবাই তো দেখে, একটু সংযত হওয়া উচিত!”
তবে নেটমাধ্যমে যেমন নেতিবাচক মন্তব্যের ঢেউ উঠেছে, তেমনই একাংশ আবার তাঁদের মিষ্টি ভালোবাসার মুহূর্তে মুগ্ধ। অনেকের মতে, স্বামী-স্ত্রীর প্রেমের প্রকাশে ভুল কোথায়? তাঁদের চোখে, এই ভালোবাসার দৃশ্যটাই দীপাবলির মতো উৎসবের আসল রং—আনন্দ আর একতার প্রতীক।
তবে এই প্রথম নয়, অহনাকে ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। এর আগেও নানা কারণে তিনি ছিলেন সমালোচনার মুখে। কখনও ব্যক্তিগত জীবন, কখনও মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। একবার কেউ তাঁকে উদ্দেশ্য করে মন্তব্য করেছিলেন, “তোমার মেয়েও যদি তোমার মতো করে করে?” উত্তরে অহনা দৃঢ় কণ্ঠে বলেছিলেন, “আমার মেয়ে যদি ভালোবাসার মানুষের সঙ্গে বেরিয়ে যেতে চায়, আমি ওকে আটকাতাম না। বরং ছেলেটা কেমন, সেটাই জানতে চাইতাম। কখনও বলতাম না, গলার হার খুলে রেখে যা।” তাঁর এই বক্তব্যেও যেমন প্রশংসা কুড়িয়েছিলেন, তেমনই কিছু মানুষ তির্যক মন্তব্য করতেও ছাড়েননি।
আরও পড়ুনঃ “মা কখনও চান না তাঁর সন্তান কষ্ট পাক!” “আমিও খাই, খাবার আর ওষুধ খেয়েই পুজো করুন!”— সোজাসাপটা মত কনীনিকার! উপোস করলেই কি ভগবান তুষ্ট হন? উপোস না করলেই কি পাপ? অভিনেত্রীর ব্যতিক্রমী উত্তর চমকে দেবে!
সব সমালোচনা, বিতর্ক, ট্রোলিং ছাপিয়ে এখন অহনা ব্যস্ত নিজের ছোট্ট সংসারে। মেয়ে মীরা, স্বামী দীপঙ্কর আর শ্বশুরকে নিয়ে এক শান্ত, পরিপূর্ণ জীবনে তিনি স্থিত হয়েছেন। দীপাবলির রাতে সেই সুখেরই কিছু ঝলক ভাগ করে নিতে গিয়েই তৈরি হয়েছে এই বিতর্ক। কিন্তু দিন শেষে আলো আর ভালোবাসার এই উৎসবেই যেন স্পষ্ট—অহনা ও দীপঙ্করের সম্পর্কের উষ্ণতা এখনো ঠিক ততটাই গভীর, যতটা প্রথম দিনের মতো।
শ্যামাপুজোর মঞ্চে জিন্স পরে শ্যামাসংগীত! ইমন চক্রবর্তীকে তীব্র কটা’ক্ষ নেটপাড়ার! গায়িকার স্বাধীনচেতা বার্তায় বি’রক্ত সোশ্যাল মিডিয়া