স্টার জলসায় এই মুহূর্তে একরাশ নতুন ধারাবাহিক এসেছে। আসলে এই মুহূর্তে বাংলা টেলিভিশনে দর্শকদের চাহিদা ধারাবাহিকের প্রতি এতটাই বেড়ে গিয়েছে যে সেই চাহিদা মেটাতে একের পর এক নতুন ধারাবাহিক আনছে চ্যানেল। সম্প্রতি বেশ কিছু ধারাবাহিক এসেছে যার মধ্যে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে আলতা ফড়িং।

একটা অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ব্যাডমিন্টন, ফুটবল, ক্রিকেটের পর এ বার জিমন্যাস্টিকস স্থান পেল ধারাবাহিকের গল্পে। জিমনাস্টিকস দেখাতে পারে এমন এক গরিব ঘরের মেয়ে ফড়িংকে নিয়ে শুরু হয়েছে গল্প।

জিমন্যাস্টিকের নানা কেরামতি দেখিয়ে সামান্য দুপয়সা রোজগারের চেষ্টা করে। একটা ঝড়ের কারণে তছনছ হয়ে গেল এক মা ও মেয়ের ঘর। তারপর সম্পূর্ণ এক অচেনা ব্যক্তির হাত ধরে নতুন জীবন শুরু করে ফড়িং।

বরাবর থেকে এই ধারাবাহিকের টিআরপি ছিল বেশ ভালো জায়গাতেই। তারপর নানা উত্থান পতনের মধ্য দিয়ে এগিয়ে গিয়েছে ধারাবাহিক। তবে এবার এক নতুন উদ্যোগ নেওয়া হল।
স্টার জলসা অল বেঙ্গল ইনভিটেশনাল ওমেন আর্টিস্টিক জিমন্যাস্টিক কম্পিটিশন আয়োজন করেছিল। উপস্থিত ছিল আলতা ফড়িং ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী খেয়ালী মণ্ডল যে এই মুহূর্তে ফড়িং চরিত্রে অভিনয় করছে। শনিবার অর্থাৎ ৩০ জুলাই উত্তরপাড়া সারথী ক্লাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিজয়ীদের সঙ্গে ছবি তুলেছে অভিনেত্রী খেয়ালী মণ্ডল। তার উপস্থিতিতে এই প্রতিযোগিতা এক অন্য মাত্রা পেয়েছিল।






“আগে মা-বাবারা গল্প পড়ে শোনাতেন, এখন বাচ্চারা বিরক্ত করলেই মোবাইল ধরিয়ে দেয়!” “বাচ্চারা চুপ করলেও জ্ঞানের বিকাশ কি হয়?”— বর্তমান প্রজন্মের অভিভাবকদের সংবেদনশীলতা নিয়ে খোঁচা শ্রীকান্ত আচার্যের! প্রজন্মের বদলে যাওয়া শিক্ষার ধরণেও কি খেদ পড়ছে?