বাংলা ধারাবাহিকের দুনিয়ায় যদি এখন টিকে থাকতে হয় তাহলে টিআরপি তালিকায় দারুণ পারফরম্যান্স না করলেই নয়। অর্থাৎ ভালো পারফরম্যান্স করলে তবেই তা দর্শকগ্রাহ্য হবে আর টিআরপিতে আসবে ভালো নম্বর। আর তাই ধারাবাহিকের ভালো পারফরম্যান্স মাস্ট। এই টিআরপিতে ভালো পারফরম্যান্স না করেই কত ভালো ভালো ধারাবাহিক বন্ধ হয়ে গেছে।
আগে টিআরপি নিয়ে এত মাতামাতি না থাকলেও বর্তমান সময়ে বাঙালি দর্শকরা কিন্তু টিআরপি নামক শব্দটির সঙ্গে দারুণ রকম ভাবে পরিচিত। বলাই বাহুল্য এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের সাফল্য নির্ধারিত হয় টিআরপি নম্বরের মাধ্যমেই। টিআরপি তালিকায় ভালো পারফর্ম করা মানেই চ্যানেলেও সেই ধারাবাহিকের মেয়াদ বাড়তে থাকে। কমে অকাল বিদায়ের সম্ভাবনা। এক এক সময় এক একটি ধারাবাহিক রাজত্ব করেছে টিআরপিতে। যেমন মিঠাই, গাঁটছড়া, অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী। যদিও টিআরপিতে এখন স্টার জলসার তুলনায় জি বাংলার দাপট বেশি।
জি বাংলা তিনটি ধারাবাহিক নিম ফুলের মধু, ফুলকি এবং জগদ্ধাত্রীর মধ্যে প্রায় প্রত্যেক সপ্তাহে প্রথম স্থান নিয়ে চলছে লড়াই। বিগত দু সপ্তাহ ফুলকি প্রথম স্থান দখল করলেও গত সপ্তাহ থেকে ফের সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে পর্ণা। চলতি সপ্তাহেও শীর্ষস্থানে পর্ণা। স্টার জলসা তরফে কোনমতে মান রক্ষা করছে গীতা এলএলবি। যদিও আইপিএলের কারনে প্রায় প্রত্যেকটি ধারাবাহিকেরই টিআরপি নম্বর কমেছে।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
প্রথম •• নিম ফুলের মধু ৭.৭
দ্বিতীয় •• ফুলকি ৭.৬
তৃতীয় •• জগদ্ধাত্রী ৭.৫
চতুর্থ •• গীতা LLB ৭.০
পঞ্চম •• কোন গোপনে মন ভেসেছে ৬.৯