আজ বৃহস্পতিবার আজ টিআরপি। বাংলা টেলিভিশনের পর্দায় আজ ধারাবাহিকগুলির মধ্যে হয় অস্বিত্ব টিকিয়ে রাখার লড়াই।সাম্প্রতিক সময়ে বাংলা টেলিভিশনের পর্দায় একের পর এক নতুন নতুন ধারাবাহিক এসেই চলেছে। সেইসঙ্গে বিদায় নিচ্ছে অসংখ্য ধারাবাহিক। আসলে টিআরপির লড়াইতে ভালো পারফর্ম না করলেই বিপদ। অচিরেই বিদায়ের সময় ঘনিয়ে আসবে।
আর সেই কারণেই প্রত্যেক ধারাবাহিকের লক্ষ্য থাকে প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকায় ভালো পারফর্ম করা। তবে বর্তমান সময়ে কোনও একটি ধারাবাহিকের টানা রাজত্ব নেই। এখন বাংলা ধারাবাহিকগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাবাহিক ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক সপ্তাহে টিআরপি তালিকায় সেরার স্থান দখল করছে। এই যেমন নিম ফুলের মধু, ফুলকি। জি বাংলার এই দুই ধারাবাহিকের দখলেই মোটামুটি রয়েছে টিআরপি তালিকার প্রথম স্থান।
গত সপ্তাহে যুগ্মভাবে প্রথম স্থান দখল করলেও এই সপ্তাহে বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে ফুলকি। একেবারে চতুর্থ স্থানে পৌঁছে গেছে প্রথম স্থান থেকে। তবে সেরার স্থান দখলে রেখেছে নিম ফুল। গত সপ্তাহে দ্বিতীয় স্থানে উঠে এলেও এই সপ্তাহে বেশ পিছিয়ে পড়েছে শুভ বিবাহ দ্বিতীয় স্থান থেকে এই সপ্তাহে এই ধারাবাহিক রয়েছে চতুর্থ স্থানে।
তবে ভালো পারফর্ম করেছে কথা। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। গত সপ্তাহে পঞ্চম স্থানে থাকলেও এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে উড়ান। এই সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে কোন গোপনে মনে ভেসেছে।
আরও পড়ুন: সারাক্ষণ দুই নৌকায় পা! ব্যভিচারী নায়ক, নায়িকার অসহ্য প্যানপ্যানানি! অবিলম্বে ‘রোশনাই’ বন্ধের দাবি দর্শকদের
তবে বলাই বাহুল্য, একটা সময় যে দুই ধারাবাহিক টিআরপি তালিকায় দারুণ রকম ভাবে রাজত্ব করত সেই দুই ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী টিআরপি তালিকার প্রথম পাঁচ থেকে কার্যত ছিটকে গেছে। ইতিমধ্যেই এই দুই ধারাবাহিক বন্ধের গুঞ্জনও উঠেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহে টিআরপি তালিকা-
BT •• নিম ফুলের মধু ৭.০
2nd •• কথা ৬.৭
3rd •• উড়ান ৬.৬
4th •• ফুলকি , শুভ বিবাহ ৬.৫
5th •• কোন গোপনে ৬.৩