বর্তমান সময়ে দাঁড়িয়ে যে কোনও ধারাবাহিকের গুণমান নির্বাচন হয় টিআরপি তালিকার মধ্যে দিয়ে। যে ধারাবাহিকের টিআরপি (TRP) নম্বর যত ভালো সেই ধারাবাহিকের সাফল্যও তত বেশি। অন্যদিকে যে ধারাবাহিকের নম্বর কম সেই ধারাবাহিক তত বেশি করে এগিয়ে যায় খাদের দিকে।
বলাই বাহুল্য, একটা সময় কিন্তু এই টিআরপি তালিকা (TRP list ) বাংলা ধারাবাহিক প্রেমীদের কাছে একেবারেই পরিচিত শব্দ ছিল না। শুধুমাত্র দর্শক কেন? কলাকুশলীদের কাছেও এই টিআরপি তালিকার গুরুত্ব ততটা ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলা ধারাবাহিকের পট পরিবর্তন হয়েছে। বদলে গেছে খোলনচে। আর এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে টিআরপি।
অর্থাৎ এখন ধারাবাহিকের ভালো খারাপের মাপকাঠি হল এই টিআরপি তালিকা। আর এই টিআরপি তালিকায় কিছু কিছু ধারাবাহিক নাগাড়ে ভালো পারফর্ম করছে। আবার কিছু কিছু ধারাবাহিক কিন্তু দর্শকদের কাছে একেবারেই গ্রহণযোগ্যতা না পেয়ে অল্প সময়েই লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে টিআরপি তালিকা অনুযায়ী,
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের পর্দায় দাপট দেখাচ্ছে ধারাবাহিক জগদ্ধাত্রী। লড়াইয়ে পিছিয়ে নেই নিম ফুলের মধু, ফুলকি, কোন গোপনে মন ভেসেছে, গীতা এলএলবি। তবে ভালো লড়াই দিতে দিতেই পিছিয়ে পড়েছে কার কাছে কই মনের কথা, সন্ধ্যাতারা একাধিক ধারাবাহিক গুলি।
বর্তমান বেশ কয়েক সপ্তাহের টিআরপি দিকে নজর রাখলে দেখা যাবে স্টার জলসাকে হারিয়ে দিয়ে এগিয়ে চলেছে জি বাংলা। গত সপ্তাহে সেরার সেরা ছিল জগদ্ধাত্রী। দ্বিতীয় স্থানে ফুলকি। দারুণ পারফর্ম করে উঠে এসেছিল গীতা এলএলবি তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থান থেকে অনেকটাই নেমে চতুর্থ স্থানে নিম ফুলের মধু। তবে সবাইকে চমকে দিয়ে প্রথম পাঁচে উঠে এসেছিল অনুরাগের ছোঁয়া।
তবে দীর্ঘদিন পিছিয়ে পড়ার পর গত সপ্তাহ থেকে দারুণ ভাবে কামব্যাক করছে অনুরাগের ছোঁয়া। গত সপ্তাহে পঞ্চম স্থানে উঠে আসার পর এই সপ্তাহে নিম ফুলের মধুকে হারিয়ে চতুর্থ স্থান দখল করেছে অনুরাগ। তৃতীয় স্থানে উঠে এসেছে গীতা এলএলবি। ক্রমশ পিছিয়ে পড়ছে নিম ফুল। যদিও শীর্ষস্থান দখলে রেখেছে জগদ্ধাত্রী। আশা জাগিয়েও পিছিয়ে পড়েছে কোন গোপনে মন ভেসেছে।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের চমকে ভরা বাংলা সিরিয়ালের টিআরপি (Bangla Serial TRP)
প্রথম •• জগদ্ধাত্রী ৯.১
দ্বিতীয় •• ফুলকি ৮.৪
তৃতীয় •• গীতা llb ৮.৩
চতুর্থ •• অনুরাগের ছোঁয়া ৭.৮
পঞ্চম •• নিম ফুলের মধু ৭.৭